বন্ধু একটু শোন!
লিখেছেন: ' মুসাফির' @ মঙ্গলবার, জানুয়ারি ৩, ২০১৭ (১২:০২ অপরাহ্ণ)
কারো সম্পর্কে যথা সম্ভব বিষেদগার করা থেকে বিরত থাক। চাই তিনি কোন ইসলামী ব্যক্তিত্ব হোন? চাই তিনি আমার চিন্তার বিরুধী কোন ব্যক্তিত্ব হোন।
বন্ধু তুমি তো সত্য ও ন্যায়ের পথে আহবান কারী একজন উম্মতে মুহাম্মাদী। আমাদের নবী মুহাম্মাদ সা. তো তাঁর প্রতি চরম বিদ্বেষপোষণকারীকে ও অাহবান করতেন সত্যের পথে ভালবাসার সাথে। তাহলে আমি কেন বিদ্বেষ ছড়াবো?
তবে অবশ্যই যদি কারো গঠনমূলক সমালোচনা করতেই হয় তাহলে সুনির্দিষ্ট অভিযোগ করুন। অযথাই অমুক ভন্ড, অমুক নাস্তিক বলে মানুষের কাছে হাস্যকর না হোন।
বন্ধু অামাদের মনে রাখতে হবে, অামরা সত্যের পথে। আমার লেখা বা কথা যেন কারো বিরুদ্ধে মিথ্যাচার না হয়।
১২৯ বার পঠিত