হাফেজ সাহেব নিয়োগ বিজ্ঞপ্তি
লিখেছেন: ' মুসাফির' @ মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৪, ২০১৭ (৪:০২ অপরাহ্ণ)
এতদ্বারা জানানো যাচ্ছে যে, তাহমিদ ইসলামিক ইন্সটিটিউট এর জন্য একজন অভিজ্ঞ হাফেজ সাহেব নিয়োগ প্রদান করা হবে।
নিম্নোক্ত বৈশিষ্টের অধিকারীগণ যোগাযোগ করার জন্য অনুরুধ করা হলো।
*প্রার্থীর পড়া আন্তর্জাতিক মানের হতে হবে।
*ছাত্র গড়ে তুলার যোগ্যতা থাকতে হবে।
*বিভিন্ন আন্তর্জাতিক কারীদের অনুস্মরণে তেলাওয়াত জানা থাকতে হবে।
*উত্তম চরিত্রের অধিকারী হতে হবে।
*কমপক্ষে ৩/৪ বৎসর পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।
সুযোগ সুবিধা:
*শিক্ষকের বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
*প্রতি রমজানের ঈদে বেতনের সমপরিমাণ ও কুরবানীর ঈদে বেতনের অর্ধেক বোনাস হিসেবে প্রদান করা হবে।
*উন্নত ও স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনা ও প্রতিষ্ঠানের অন্যান্য সুযোগ সুবিধা।
যোগাযোগ
তাহমিদ ইসলামিক ইন্সটিটিউট
বাড়ি নং ২০৯/ই, ব্লক-সি, বসুন্ধরা আবাসিক এলাকা,
ঢাকা।
০১৭১৭৬১৬৫৩৬
০১৭৬৬৬৭৩২৫০
তুলার অনুস্মরণে
উপরের বানানগুলো ভুল আছে।
@হাফিজ, জাযাকাল্লাহ
@মুসাফির, সালাম নিবেন। আপনি শুধু মানুষদের নিয়োগ দিতে থাকবেন?? আমাদের খবর নিবেন না??