লগইন রেজিস্ট্রেশন

স্কুল শেষে বর্তমান প্রজন্মের বাচ্চারা দ্রুত বাসায় ফেরার আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে না । কিন্তু কেন?

লিখেছেন: ' মুসাফির' @ বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০১৭ (১১:০৯ পূর্বাহ্ণ)

স্কুল শেষে বর্তমান প্রজন্মের বাচ্চারা দ্রুত বাসায় ফেরার আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে না । কিন্তু কেন?

আমার মনে হয় এর পিছনে অনেক গুলো কারণ থাকতে পারে ।

*অনেক পরিবারে মনোমালিন্য লেগেই থাকে যা হয়ত শিশু মনে মেনে নিতে কষ্ট হয় তাই সে বিকল্প হিসেবে বন্ধুদের সাথে সময় কাটাতেই পছন্দ করে ।

*অনেক পরিবারে বাবা মা দুজনেই ব্যবসায়ী /চাকুরিজীবী সেইসব পরিবারের বাচ্চারা বাসায় গিয়ে নিজেকে অসহায় ভাবে।

*তথ্য প্রযুক্তির যুগে টিভি দেখা ও ইন্টারনেটে বেশি বেশি সময় দেয়া অনেক গার্ডিয়ানদের অভ্যাস, এতে করে অনেক শিশুই একাকিত্বে ভোগে।

*স্কুল থেকে বাসায় ফেরার পরেই প্রাইভেট মাস্টার সহ লেখা পড়ার এতো চাপ! ভাবখানা এমন যে ছোট বয়সেই তাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে।

*সবচেয়ে বড় যে বিষয়টি বাচ্চাদের খেলাধুলার স্থানের প্রচন্ড অভাব । ইট পাথরের শহরে আমরা কে কত বড় অট্টালিকা তৈরি করবো সেই হিসাব নিয়েই ব্যস্ত। বাচ্চাদের একটু খেলাধুলার প্রয়োজন সেটা নিয়ে আমাদের কোন চিন্তা নেই । গুলশান সহ কিছু অভিজাত এলাকায় যে কয়টি মাঠ বা পার্ক রয়েছে সেগুলো ও বয়স্কদের দখলে।

সময় থাকতে আমাদের ভবিষ্যত প্রজন্মকে নিয়ে আমাদেরকেই ভাবতে হবে ।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৮৬ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( ভোট, গড়:০.০০)