ইসলামী আকীদা সমুহ
লিখেছেন: ' মুসাফির' @ শুক্রবার, ডিসেম্বর ৩১, ২০১০ (১১:২৯ পূর্বাহ্ণ)
ইসলামী আকীদা সমুহ
১। আল্লাহ তায়ালা এক তার কোন শরীক নেই।
২। আল্লাহ সত্ত্বাও অনাদী, তার গুনাবলীও অনাদী।
৩। আল্লাহ তায়ালা ব্যতীত সবকিছু নতুন।
৪। বিবেক ও চোখসমুহ আল্লাহ তায়ালাকে আয়ত্তে আনতে পারেনা।
৫। আল্লাহ তায়ালা কারোর মুখাপেক্ষী নন। সকলেই তার মুখাপেক্ষী ।
৬। আল্লাহ তায়ালা ব্যতীত কোন মাবুদ নেই।
৭। আল্লাহ তায়ালা চিরঞ্জীব। তাঁর কোন মৃত্যু নেই।
৮। আল্লাহ তায়ালার সমকক্ষ কেউ নেই।
৯। কোন বস্তু আল্লাহ তায়ালার সাদৃশ্য নেই।
১০। আল্লাহ তায়ালা জাহের-বাতেন সব কিছু জানেন।
১১। আল্লাহ তায়ালা সর্বদ্রষ্টা। কোন কিছু তার দৃষ্টি থেকে অদৃশ্য নয়।
১২। আল্লাহ তায়ালা নিচু ও উচ্চ সব শব্দ শ্রবণ করেন।
১৩। আল্লাহ তায়ালার ইচ্ছা ব্যতীত কোন কিছু হতে পারেনা।
১৪। আল্লাহ তায়ালা সর্বশক্তিমান। কোন কিছু তার শক্তির বহির্গত নয়।
১৫। আল্লাহ তায়ালা ব্যতীত কেউ অদৃশ্যের জ্ঞান রাখেনা। এমনকি নবীগণও নয়, ওলীগণও নয়।
১৬। আল্লাহ তায়ালা ব্যতীত কেউ হাজির-নাজির নয়। এমনকি নবীগনও নয়, ওলীগণও নয়।
১৭। আল্লাহ তায়ালার কোন সন্তান ও নেই, কোন স্ত্রীও নেই।
১৮। আল্লাহ তায়ালা সব কিছুর স্রষ্টা।
১৯। আল্লাহ তায়ালা প্রত্যেক বস্তুর (প্রাণীর) পরিমাণমত রিযিকদাতা।
২০। আল্লাহ তায়ালার নির্দেশ ব্যতীত না জীবন হতে পারে, না মৃত্যু।
২১। আল্লাহ তায়ালাই সমস্ত রোগ থেকে মুক্তি দিতে পারেন। তিনিই সমস্ত প্রয়োজন পূরনকারী।
২২। গায়রূল্লাহকে সিজদা করা, গায়রূআল্লাহ-র নামে মানত করা কুফুরী।
২৩। মৃতদের থেকে সাহায্য প্রার্থনা করা শিরক।
২৪। ভাল-মন্দ সব কিছুর সিদ্ধান্ত আল্লাহ পক্ষ থেকে হয়। (চলবে)
ভাল-মন্দ সব কিছুর সিদ্ধান্ত আল্লাহ পক্ষ থেকে হয়। (চলবে)
আমি যতদুর জানি “মাতুরিদী” আকিদায় মন্দ আল্লাহপাকের পক্ষ থেকে আসে এটা বিশ্বাস করা হয় না । একটু যাচাই করে দেখবেন কি ?
@হাফিজ,ভাল মন্দের সব কিছুর সিদ্ধান্ত আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। একথার ব্যাখ্যা এইযে, ভাল মন্দের সব কিছুর সৃষ্টি কর্তা আল্লাহ। অল্লাহ তায়ালা উভয় পথ সৃষ্টি করে বান্দাকে ভাল পথে চলার নির্দেশ দিয়েছেন। সুতরাং বান্দা যদি ভাল পথে চলে তাহলে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে পুরস্কার পাবে। আর যদি মন্দ পথে চলে তাহলে তার শাস্তি তাকে ভূগ করতে হবে। আর যে কোন পথে চলার ক্ষমতা আল্লাহ বান্দাকে দিয়েছেন। সুতরাং বান্দা যে পথে চলবে সে অনুযায়ী প্রতিদান পাবে। যেমন কোন এক ব্যক্তিকে আব্দুল্লাহ জিজ্ঞাসা করল সায়েদাবাদ যাওয়ার রাস্তা কোনটি? ঐ ব্যক্তি তাকে দুইটি রাস্তা দেখিয়ে বললেন যদি তুমি ১ম রাস্তা দিয়ে যাও তাহলে সেদিকে রয়েছে ফুলের বাগান,তুমি পাবে সুগন্দ। আর যদি ২য় রাস্তা দিয়ে যাও তাহলে সেদিকে রয়েছে ময়লা আবর্জনা, তুমি পাবে দুর্গন্দ। সুতরাং আব্দুল্লাহ যে রাস্তা দিয়ে যাবে সেটা তার কৃত কর্মের ফলাফল।
মাওলানা সামছুল হক ফরীদপুরী (র:) বলেন, ভাল মন্দের সব কিছুর সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে হয়। একথার অর্থ হল এই যে, মানুষের সূখ দুঃখ আল্লাহর পক্ষ থেকে হয়।
(আল্লাহ তায়ালাই অধিক জ্ঞাত)
@মুসাফির,
যাযাকাল্লাহ , তবে আপনার লেখার কয়েকটি রেফারেন্স থাকলে ভালো হতো ।
@হাফিজ,দোআ রাখবেন ইনশা আল্লাহ।
@মুসাফির, আরো লেখা চালিয়ে যান ।