নামাযের সুন্নাত মোট ৫১ টি (১)
লিখেছেন: ' মুসাফির' @ বৃহস্পতিবার, মার্চ ৩, ২০১১ (১০:৩২ পূর্বাহ্ণ)
*দাড়ানোর মধ্যে এগারটি (১১) টি সুন্নাত।
১। তাকবীরে তাহরীমার সময় সোজা হয়ে দাড়ানো অর্থাৎ মাথা ঝুকাবেনা। সিজদার স্থানে দৃষ্টি রাখা।
২। উভয় পায়ের মাঝে চার আঙ্গুল পরিমান ফাঁক রাখা এবং পায়ের আঙ্গুল কিবলার দিকে রাখা।
৩। মুক্তাদীর তাকবীরে তাহরীমা ইমামের সাথে সাথে হওয়া।
৪। তাকবীরে তাহরীমার সময় উভয় হাত কান পর্যন্ত উঠানো।
৫। হাতের তালু কিবলার দিকে রাখা।
৬। আঙ্গুলকে আপন অবস্থায় রাখা অর্থাৎ না বেশি খোলা রাখবে না বেশি বন্ধ।
৭। ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর রাখা।
৮। কনিষ্ঠ ও বৃদ্ধাঙ্গুলীর দ্বারা হালকা বানিয়ে কব্জিকে ধরা।
৯। অপর তিন আঙ্গুলকে কব্জির উপরি ভাগের পিঠের উপর রাখা।
১০। নাভির নিচে হাত বাঁধা।
১১। সানা পড়া।
১৫৮ বার পঠিত
প্রতিটা কাজ সুন্নাত মুতাবকি হওয়া প্রয়োজন ধন্যবাদ আপনার লেখার জন্য
@jaran, আপনাকেও ধন্যবাদ।
শুকরিয়া, খুবই গুরুত্বর্পূণ্য বিষয়ে লিখার জণ্য ।
@এম এম নুর হোসেন, জাযাকাল্লাহ খাইরান।
বাকী সুন্নত গুলো কি পড়ে লেখবেন ? তাহলে “চলবে” এ কথাটি বললে ভালো হতো ।
@ম্যালকম এক্স, আপনাকে ধন্যবাদ। বাকী সুন্নত গুলি লেখব। কিন্তু “চলবে” শব্দটি লেখার পর খেয়াল হল।