নামাযের সুন্নাত মোট ৫১ টি (২)
লিখেছেন: ' মুসাফির' @ শুক্রবার, মার্চ ৪, ২০১১ (১০:২১ পূর্বাহ্ণ)
*কিরাতের সুন্নাত সাতটি
১। তাআউজ অর্থাৎ أعوذبالله من الشيطان الرجيم পড়া।
২। তাসমিয়া অর্থাৎ بسم الله الرحمن الرحيم পড়া।
৩। আমীন বলা।
৪। ফজর ও জোহরে তিওয়ালে মুফাসসাল, অর্থাৎ সূরায়ে হুজরাত থেকে সূরায়ে বুরুজ পর্যন্ত। আসর ও ইশার নামাযে আওসাতে মুফাসসাল, অর্থাৎ সুরায়ে বুরুজ থেকে সূরায়ে বাইয়্যিনাত পর্যন্ত। মাগরিবের নামাযে কিসারে মুফাসসাল অর্থাৎ সূরায়ে যিলযাল থেকে সূরায়ে নাস পর্যন্ত সূরা সমুহ পড়া।
৫। ফজরের প্রথম রাকাআত লম্বা করা।
৬। না বেশি দ্রুত না বেশি ধীর গতিতে বরং মধ্যম গতিতে তিলাওয়াত করা।
৭। ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাআতে কেবল সূরায়ে ফাতিহা পড়া। (চলবে)
২৯৫ বার পঠিত
পিস ইন ইসলামের আজ ৫৫০ জন সদস্য পূর্ণ হল। তাই সবাইকে জানাই আন্তরীক মুবারক বাদ। আমি পিস ইন ইসলামের একজন ক্ষুদ্র পাঠক। ভাল লাগে যখন দেখি ভাল লেখক গণ সুন্দর সুন্দর লেখা পোষ্ট করেন। তাই সবার কাছে আরও বেশি বেশি লেখা আশা করি। ধন্যবাদ আমাদের পরিবারের ৫৫০ জন সদস্যকে। কেমন আছেন আপনারা?
শুকরিয়া, চালিয়ে যান ।
আপনাদের কে ধন্যবাদ।