নামাযের সুন্নাত মোট ৫১ টি
লিখেছেন: ' মুসাফির' @ বুধবার, মার্চ ৯, ২০১১ (১২:২৬ অপরাহ্ণ)
*রুকুর সুন্নাত আটটি
১। রুকুতে তাকবীর বলতে বলতে যাওয়া।
২। রুকুতে উভয় হাত দ্বারা হাটু ধরা।
৩। হাটু ধরার সময় আঙ্গুল গুলিকে ছড়িয়ে রাখা।
৪। পায়ের গোছাকে সোজা রাখা।
৫। পিঠকে বিছিয়ে দেয়া।
৬। মাথা ও নিতম্বকে বরাবর করা।
৭। রুকুতে কমপক্ষে তিনবার سبحان ربي العظيم বলা।
৮। রুকু থেকে উঠার সময় ইমামের سمع الله لمن حمد বলা, মুকতাদীর ربنالك الحمد বলা এবং মুনফারিদের (যে একাকী নামায পড়ে) উভয়টা বলা। (চলবে)
৬৭ বার পঠিত
লেখাটি অত্যান্ত সময় উপযুগী কারন জাগতীক এই জীবনে সঠিকভাবে আমল করার জন্য প্রযোজন সঠিক ঞ্জান ।লেখক মুসাফির ভাই সেই কাজটি করার চেষ্টা করেছেন। তিনি তার প্রচেষ্টা অব্যাহত রাখুন । আল্লাহতায়ালা তাকে তৌফিক দান করেন।(আমীন)–আমি পাথর পথিক
@hejarulislam, ভাই শুকরিয়া। ধন্যবাদ আপনাকে আসলে রাসূলের সুন্নাত গুলি ব্যক্তি জীবনে নিয়ে আসতে পারলে দ্বীনের উপর চলা অতি সহজ হবে। তাই এই ক্ষুদ্র প্রয়াস।
@hejarulislam, আমি পাথর পথিক একথাটি দিয়ে কি বুঝাতে চাইলেন ভাই?
জাযাকাল্লাহ্
@এম এম নুর হোসেন, আপনাকে ধন্যবাদ