নামাযের সুন্নাত মোট ৫১ টি
লিখেছেন: ' মুসাফির' @ সোমবার, মার্চ ১৪, ২০১১ (৯:৪০ পূর্বাহ্ণ)
*সিজদায় সুন্নাত বারটি (১২)
১। সিজদায় তাকবীর বলা।
২। সিজদায় প্রথমে উভয় হাটু রাখা।
৩। তারপর উভয় হাত রাখা।
৪। তারপর নাক রাখা।
৫। তারপর কপালা রাখা।
৬। উভয় হাতের মাঝে সিজদা করা।
৭। সিজদায় পেটকে উরু থেকে পৃথক রাখা।
৮। বাহুদ্বয়কে বগল থেকে পৃথক রাখা।
৯। কনুইকে যমীন থেকে পৃথক রাখা।
১০। সিজদায় কমপক্ষে তিন বার سبحان ربي الاعلى বলা।
১২। সিজদা থেকে উঠার সময় তাকবীর বলা।
১৩। সিজদা থেকে উঠার সময় প্রথমে কপাল, তারপর নাক, তারপর হাতদ্বয়, তারপর হাটুদ্বয় উঠানো এবং উভয় সিজদার মাঝে শান্তিতে বসা। (চলবে)
৮৪ বার পঠিত
শুকরিয়া , জাযাকাল্লাহ্ ।
@এম এম নুর হোসেন, আপনাকে ও ধন্যবাদ।
ভালো বলেছেন, চালিয়ে যান ।
@ম্যালকম এক্স, আপনাকে ধন্যবাদ।
জরুরী লেখা ধন্যবাদ।
@rasel ahmed, আপনাকেও ধন্যবাদ।