নামাযের সুন্নাত মোট ৫১ টি
লিখেছেন: ' মুসাফির' @ বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০১১ (৯:৫৮ পূর্বাহ্ণ)
*বসার সুন্নাত তেরটি (১৩)
১। ডান পা খাড়া রাখা, বাম পা বিছিয়ে তার উপর বসা, উভয় পায়ের আঙ্গুলকে যথাসম্ভব কিবলামুখী রাখা।
২। উভয় হাত উরুর উপর রাখা।
৩। তাশাহহুদের মধ্যে أشهد ان لا اله -এর উপর শাহাদাত আঙ্গুলকে উপরের দিকে উঁচু করা এবং الا الله বলার সময় ঝুকিয়ে দেয়া।
৪। শেষ বৈঠকে দরূদ শরীফ পড়া।
৫। দরূদ শরীফ এর পর দোয়ায়ে মাসুরা পড়া।
৬। উভয় দিকে সালাম ফিরানো।
৭। সালাম ডান দিক থেকে আরম্ভ করা।
৮। ইমাম সাহেবের সালামে ফিরিশতাদের, নেককার জ্বিনদের ও ডানে-বামে মুকতাদীদের নিয়্যত করা।
৯। মুকতাদীগণের সালামে ইমাম, ফিরিশতাদের, নেককার জ্বিনদের,এবং ডানে-বামে মুকতাদীদের নিয়্যত করা।
১০। একাকী নামাযী কেবল ফিরিশতাদের নিয়্যত করা।
১১। মুকতাদীদের ইমাম সাহেবের সাথে সাথে সালাম ফিরানো।
১২। দ্বিতীয় সালামের আওয়াজকে প্রথম সালামের তুলনায় নিচু করা।
১৩। মাসবুক ব্যক্তি ইমাম সাহেবের নামায শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা।