“রাসুল (সা.) এর যুগে নারী স্বাধীনতা” – একটি বই
লিখেছেন: ' মুসলিম' @ শনিবার, মার্চ ৬, ২০১০ (৫:৪৬ পূর্বাহ্ণ)
আবদুল হালীম আবু শুক্কাহ রচিত এই বইটির অনুবাদ মাসিক জিজ্ঞাসায় ধারাবাহিকভাবে প্রকাশিত হওয়া শুরু হয়েছে।
ব্লগের ভাই-বোনেরা পড়ে উপকৃত হবেন আশা করি।
বর্তমান সংখ্যায় প্রথম কিস্তি প্রকাশিত হয়েছে।
লিংক:
৩২৭ বার পঠিত
Processing your request, Please wait....













ওপরে নীল রঙের ‘লিংক’ শব্দটায় টোকা দিতে হবে – বলতে ভুলে গিয়েছিলাম, দুঃখিত।
@মুসলিম, এই বইটা পড়লে ইসলামে নারীদের ব্যাপারে যেসব অপপ্রচার আছে, ভুল ধারণা আছে, তার অনেকটাই দূর হয়ে যাবে। খুবই ভাল একটা বই। অথচ এই বই একবার বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছিল, কারণ আমাদের নারীরা অনেক কিছু বুঝে যাবে, স্বাধীন চিন্তাধারার হবে, এটা অনেকেই চাইতো না। মাসিক জিজ্ঞাসায় এটা প্রকাশ করার উদ্যোগ নেয়া হয়েছে বলে তাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আমাদের সহায় হোন।
@নাজনীন,
ধন্যবাদ বোন।
আমার মনে পড়ছে যে, নব্বইয়ের দশকে পাঠকনন্দিত সাপ্তাহিক পত্রিকা “বিক্রম” -এ এই বইটার অনুবাদ ধারাবাহিকভাবে ছাপা হচ্ছিল, কিন্তু হঠাত করে বন্ধ করে দেয়া হয়।
সচেতন মুসলিম পুরুষকে দুই দিক থেকে বুদ্ধিবৃত্তিক আক্রমণ সইতে হয় – ১)কাফেরদের আক্রমণ ২)নামে মুসলিম কিন্তু কাজে উদাসীন বা ধর্মনিরপেক্ষ এমন লোকেদের আক্রমণ। কিন্ত সচেতন মুসলিম নারীকে সইতে হয় ত্রিমুখী হামলা। ওপরের দুটোতো আছেই, এর অতিরিক্ত আছে ঐসব “মুসলিম” যারা ইসলামের অপব্যাখ্যা দিয়ে নারীকে বঞ্চিত এবং দমিত রাখতে চায়।
আল্লাহ মুসলিম নারীকে সাহায্য করুন।
দেখলাম! আপাতত: কোন মন্তব্য করব না!