আসুন হিসাব করে যাকাত দেই
লিখেছেন: ' মুসলিম' @ মঙ্গলবার, অগাষ্ট ১০, ২০১০ (৩:২০ পূর্বাহ্ণ)
এক উচ্চ-মধ্যবিত্ত পরিবারের কথা বলছি। প্রতিবছর রমাদানে তাঁরা গ্রামে গিয়ে যাকাত দেন। কিন্তু হিসাব করে যাকাত দেননা – অর্থাত ঠিক কী পরিমাণ যাকাত তাঁদের ওপর প্রযোজ্য সেটা হিসাব না করেই অনুমানভিত্তিক কিছু দান-খয়রাত করেন। তো প্রতি রমাদানে তাঁরা বেশ কিছু কমদামী শাড়ি ও লুঙ্গি কিনে গ্রামের গরিবদের মাঝে বিতরণ করে মনে করেন যে, যাকাত আদায় হয়ে গেল।
এক শুভাকাঙ্খী তাঁদেরকে নসীহত করলেন, “তোমরা একটু হিসাব করে দেখোতো ঠিক কত টাকা যাকাত দেয়া তোমাদের জন্য ফরয হয়।” একথা শুনে ওনারা কাগজ-কলম-ক্যালকুলেটর নিয়ে বসলেন। ব্যাংকে জমা বিপুল টাকা, মহিলাদের গহনাপত্র, নানাবিধ আয় ইত্যাদির হিসাব শেষে দেখা গেল যাকাত আসে কমপক্ষে ষাট হাজার টাকা। অথচ ওনারা প্রতিবছর ঐ শাড়ী-লুঙ্গি দিয়ে যে যাকাত দিয়ে আসছিলেন তার মূল্যমান বড়জোর হাজার দশেক টাকা।
আসুন ভালোভাবে হিসাব করে যাকাত দেই।
যাকাত সম্পর্কে একটা সংক্ষিপ্ত বাংলা নিবন্ধ এখানে পাবেন।
ঠিকই বলেছেন, বাস্তব কথা । অনেকেই যাকাত হিসেব করে দেয় না ।