শুক্রবার ঈদ হলে জুমা পড়া নিয়েও ভিন্নমত আছে (অগ্রিম সতর্কতা পোস্ট)
লিখেছেন: ' মুসলিম' @ বুধবার, অগাষ্ট ১৮, ২০১০ (৯:৩৫ অপরাহ্ণ)
গতকাল জনৈক ব্লগার গোপাল ভাঁড়ের তুলনা দিয়ে একটি অশ্লীল পোস্ট দিয়েছিলেন। বিষয়বস্তু ছিল দুপুরের আগে জুমা পড়া যাবে কী না এই নিয়ে। ভুল ধরিয়ে দেয়ার পরও ঐ ব্লগারের মধ্যে কোন অনুশোচনা দেখা গেলো না।
এবছর ঈদ অনেক দেশেই ১০ ই সেপ্টেমবর হতে চলেছে – দিনটি শুক্রবার। তাই ভাবলাম অগ্রিম একটা সতর্কতামূলক পোস্ট দিয়ে রাখি। হানবলী মাজহাব অনুসারে ঈদের নামায জামাতে পড়লে মুকতাদির জন্য সেদিন জুমা পড়া বাধ্যতামূলক নয়, জোহর পড়লেই চলবে।
আমার এই পোস্ট ঐ মতের পক্ষে কিংবা বিপক্ষে নয়। এই পোস্ট শুধু এইটুকু বলার জন্য যে, আপনার ভাইকে যদি শুক্রবার ঈদের দিনে জুমা পড়তে না দেখেন তাহলে অনুগ্রহ করে তাকে বা ঐ মতে বিশ্বাসী কোন আলেমকে “গোপাল ভাঁড়ের” সাথে তুলনা করবেননা।
What should be done if Eid coincides with Friday
If Eid al-Fitr coincides with Friday, is it permissible for me to pray the Eid prayer and not to pray Jumu’ah or vice versa?
Praise be to Allaah.
If the day of Eid coincides with Friday, then whoever prays Eid with the imaam does not have to attend Jumu’ah (it is not obligatory on him); in his case it becomes Sunnah. If he does not pray Jumu’ah, he has to pray Zuhr. This is in the case of people other than the imaam. As for the imaam, he has to be present for Jumu’ah and lead those Muslims who attend the prayer. The Jumu’ah prayer should not be forsaken completely on this day.
ধন্যবাদ পোস্টটির জন্যে। জাজাকাল্লাহ।