আল্লাহ্ সংক্রান্ত সঠিক বিশ্বাস (বা আক্বীদাহ্)-৩
লিখেছেন: ' মুসলিম৫৫' @ রবিবার, নভেম্বর ৮, ২০০৯ (১০:২৯ পূর্বাহ্ণ)
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
السلام عليكم ورحمة الله و بركاته
আল্লাহ্ সম্বন্ধে আমাদের সঠিক বিশ্বাসগুলো কি কি তা জানাতে বা জানতে এর আগে আমরা “আল আক্বীদাহ্ আল তাহাভীয়া” থেকে ২৮টা পয়েন্ট উল্লেখ করেছি। এভাবে পয়েন্টগুলো উল্লেখ করার বেশ আগে থেকেই আমি চেষ্টা করেছি, আল্লাহ্ সম্বন্ধে সঠিক বিশ্বাস থাকাটা গত গুরুত্বপূর্ণ সে ব্যাপারে আপনাদের সচেতন করতে – যাতে আপনাদের কাছে ব্যাপারটা boring না লাগে – কতটুকু পেরেছি আল্লাহই ভালো জানেন।
“আল আক্বীদাহ্ আল তাহাভীয়া”র মত আক্বীদাহর আরো কিছু বড় কাজ রয়েছে, যেমন, ইবন তাইমিয়্যা (রহ.)-এঁর “আক্বীদাতুল ওয়াসিতিয়্যাহ্” এবং ইমাম আবু হানিফা (রহ.)-এঁর “ফিক্বহুল আকবার”। তবে এসবের ভিতর “আল আক্বীদাহ্ আল তাহাভীয়া”ই বেশী আলোচিত বলে আমার মনে হয়েছে। শুধু পয়েন্ট থেকে এই কাজের “স্বাদ” পাওয়া কঠিন। তবে এর ব্যাখ্যা, এই সব ব্লগে আলোচনার সুযোগ নেই বলে, পয়েন্ট আকারেও ইনশা’আল্লাহ্ যদি আমরা জানতে পারি, তবে তা হবে মন্দের ভালো।
বহু আলীম “আল আক্বীদাহ্ আল তাহাভীয়া”-র ব্যাখ্যা করেছেন বা লিখেছেন। তার মাঝে প্রায় ৬৫০ বছর আগের, সিরিয়ান স্কলার ইবন আবু ইযয আল হানাফী রচিত ব্যাখ্যাটা বেশ জনপ্রিয়। ব্যক্তিগত ভাবে আমি ঐ ব্যাখ্যাটাই পড়েছি । আপনারা চাইলে ইংরেজীতে ঐ ব্যাখ্যা ডাউনলোড করতে পারেন।
আমি ভাবছি “আল আক্বীদাহ্ আল তাহাভীয়া”র বাকী পয়ন্টেগুলোও পর্যায়ক্রমে আপনাদের জন্য তুলে দেবো ইনশা’আল্লাহ্ – কারণ এর সবটুকু মিলেই আমাদের, মুসলিমদের, সঠিক আক্বীদাহ্ defined হয়েছে:
২৯)এবং আমরা নিশ্চিত যে, মুহাম্মাদ (সা.) তাঁর বাছাই করা, পছন্দনীয় বান্দা এবং তাঁর নির্বাচিত নবী এবং তাঁর রাসূল – যাঁর তিনি সন্তুষ্ট।
৩০)এবং তিনি নবীদের সিলমোহর এবং আল্লাহ-ভীরুদের নেতা এবং রাসূলদের মাঝে সর্বাধিক সম্মানিত এবং রাব্বুল আলামীনের প্রিয়।
৩১)তাঁর পরে নবুয়তের প্রত্যেক দাবীই মিথ্যা ও প্রতারণা।
৩২)তিনিই একমাত্র যাকে সমগ্র জ্বীন ও মানবজাতির কাছে সত্য ও হিদায়াত এবং আলো ও দীপ্তি সহকারে পাঠানো হয়েছে।
আজ এপর্যন্ত থাক। ইনশাল্লাহ্ বাকীগুলোও আপনাদের জন্য পর্যায়ক্রমে তুলে দেবো।
ফি আমানিল্লাহ্!