লগইন রেজিস্ট্রেশন

সত্য সমাগত…..

লিখেছেন: ' এম জেড এইস ফরিদি' @ বুধবার, জানুয়ারি ২৬, ২০১১ (৯:২০ অপরাহ্ণ)

“বলুন: সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল।” -সূরা বনী ইসরাইল: আয়াত-৮১।
* এ আয়াতটি হিজরতের পর মক্কা বিজয় সম্পকে অবতীণ হয়।
* ইমাম কুরতুবী বলেন: এ আয়াতে প্রমাণ রয়েছে যে, মুশরিকদের মূতি ও অন্যান্য মুশরিকসুলভ চিহ্ন মিটিয়ে দেয়া ওয়াজিব। যে সব যন্ত্রপাতি গোনাহের কাজে ব্যবহৃত হয়, সেগুলো মিটিয়ে দেয়াও এ নিদেশের অন্তভূক্ত।
* ইবনে মুনযের বলেন: কাষ্ঠ, পিতল ইত্যাদি দ্বারা নিমিত চিত্র ও ভাস্কযশিল্পও মূতির্র অন্তভূক্ত।
* রাসুলুল্লাহ (সা) রঙ-বেরঙের চিত্র অঙ্কিত পদা ছিঁড়ে ফেলেছিলেন।
তাফসীর মাআরিফুল কুরআন (সৌদীয়ান সংস্করণ, পৃষ্ঠা-৭৮৯)
আসুন আমরা সত্য পথের পথিক হয়ে যাই।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
১৩৫ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৩.০০)

১১ টি মন্তব্য

  1. মূর্তির কথা আর কি বলবেন ? রসুলুল্লাহ (সা:) বলেছিলেন যেটার ভাবার্থ হোলো , উনি মুর্তি ধ্বংশ করার জন্য প্রেরীত হয়েছিলেন , অথচ চারিদিকে দেখলে মনে হয় না বাংলাদেশ মুসলিম প্রধান দেশ ।

    mzh_faridi

    @হাফিজ, ধন্যবাদ। আমরা আদমশুমারীতে সংখ্যাগরষ্ঠি মুসলমান।

  2. সাংস্কৃতির নামে যারা মূর্তি ও ভাস্কর্য তৈরী করে তারা একটু ইতিহাস খুজে দেখুক এগুলি কাদের সাংস্কৃতি মুসলমানদের নাকি হিন্দুদের?

    mzh_faridi

    @rasel ahmed, সালাম বাদ, সর্বাগ্রে ইতিহাস জানার মত পরিবেশ তৈরী করা প্রয়োজন নয় কি?

    rasel ahmed

    @mzh_faridi, ওয়াআলাইকুমুচ্ছালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। হ্যাঁ অবশ্যই। আরও পোষ্ট কামনা করি।

  3. রাসূল (সঃ) নিজে মূর্তি ভেঙ্গেছেন। আর আমরা তার উম্মত হয়ে মূর্তি তৈরি করি তাহলে আমরা তার কেমন উম্মত হলাম। আল্লাহ আমাদের কে হেদায়াত করুন (আমীন)

    ম্যালকম এক্স

    @humaid, রসুল (সা:) মূর্তি ভাংগার কাজে নিয়োজিত ছিলেন আর আমরা মূর্তি গড়ার কাজে নিয়োজিত ।

    মুসাফির

    @ম্যালকম এক্স, এটাইতো দুঃখজনক কথা। সহমত humaid

    mzh_faridi

    @ম্যালকম এক্স, নামধারী উম্মতের নিকট প্রকৃত দাওয়াত পৌছাতে হবে।

  4. শুকরিয়া, লেখক এবং সকল মন্তব্য দানকারিদের কে । সত্যি ! খুবই দুঃখজনক । আমর মুসলমান , অথচ এই মূর্তির ব্যাপারে কঠোর সর্তক বানি থাকা সত্যেও আমরা এ ব্যাপারে চরম উদাসিনতার পরিচয় দিতেছি ।আসুন আমর এব্যাপারে সচেতন হই ।