বিদআত থেকে সাবধান !
লিখেছেন: ' এম জেড এইস ফরিদি' @ সোমবার, ফেব্রুয়ারি ২১, ২০১১ (১০:২৩ অপরাহ্ণ)
আল্লাহ তায়ালা ইরশাদ করেন: “সেদিন কিছু চেহারা শ্বেতবণ উজ্জ্বল আর কিছু চেহারা কৃষ্ণবণ মলিন হবে।”। সূরা আলে-ইমরান: ১০৬
হযরত ইবনে আব্বাস (রা) বলেন: “সুন্নাতের অনুসারীদের চেহারা শ্বেতবণ ও উজ্জ্ব্বল হবে। পক্ষান্তরে বিদআতপন্থী ও মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টিকারীদের চেহারা কৃষ্ণবণ বা মলিন হবে।”
ইজতিমাউল জুয়ুশিল ইসলামিয়া আলা গাজয়াল মুআত্তালা ওয়াল জাহমিয়া-ইবনে কাইয়িম (র): খন্ড: ২ পৃষ্ঠা: ৩৯:
সূত্র: নূরুস সুন্নাহ ওয়া জুলুমাতুল বিদআহ (প্রকাশক: আল-ফোরকান ফাউন্ডেশন বাংলাদেশ) পৃষ্ঠা: ১৩
মাআরিফুল কোরআন (সৌদী সংস্ককরণ) পৃষ্ঠা: ১৯৫
১০৮ বার পঠিত
বিদাআত নিয়ে একটু বিস্তারিত লেখা দিলে ভাল লাগত। যেমন বিদাআত কাকে বলে? কি কি কাজ বিদাআত এর মাঝে গন্য? ইত্যাদি ইত্যাদি।
@মুসাফির,জাযাকাল্লাহ। ইচ্ছা রইল। ইনশাআল্লাহ।
একমত
@jaran, জাযাকাল্লাহ।