নতুন প্রজন্মের অনলাইন নিউজপেপার
লিখেছেন: ' NilimaKhan' @ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৬, ২০১৩ (৯:১০ পূর্বাহ্ণ)
এননিউজটোয়েন্টিফোরডটকম দেশের প্রথম সারির অনলাইন নিউজ পোর্টাল। সত্যনিষ্ঠ সর্বশেষসংবাদ সবার কাছে সবার আগে পৌছে দেওয়াই Nnews24.com এর একমাত্র উদ্দেশ্য। প্রযুক্তি কাজে লাগিয়ে তথ্যসেবা সকলের দোরগোড়ায় পৌঁছে দিতে তাঁরা নিজেদের উদ্যোগে তৈরি করেন এ নিউজসাইটটি। এত দিন এই সাইট সম্পর্কে তেমন জানা ছিল না। তবে ইতিমধ্যে এটি সারা দেশের তথ্য-সচেতন মানুষের দৃষ্টি কাড়তে শুরু করেছে। একবিংশ শতকের অনেক না পাওয়া আর হতাশার মাঝেও তথ্যপ্রযুক্তিসহ কিছু ক্ষেত্রে আমাদের অগ্রগতি এসেছে অবশ্যই। আর প্রযুক্তির সঙ্গে সাংবাদিকতা চর্চায় সম্পৃক্ত থেকে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব এমন বিশ্বাস তাদের। সর্বশষে সংবাদের পাশাপাশি, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিজ্ঞান ও প্রযুক্তি সংবাদ সহ, সংবাদ বিশ্লেষন করেন Nnews24.com
ওয়েবসাইটটির ঠিকানা Nnews24.com