আমাদের প্রতিজ্ঞা
লিখেছেন: ' Noor Mohammad' @ রবিবার, এপ্রিল ৩, ২০১১ (১১:৩৯ পূর্বাহ্ণ)
আমরা অভাবকে দূর করব অর্থের প্রাচুর্য দ্বারা নয়,ভাবের সম্পদ দ্বারা।
আমরা আমাদের সজ্জিত করব পোষাকের সৌন্দর্য দ্বারা নয়, জ্ঞানের সৌন্দর্য দ্বারা।
আমরা সমাজের বুকে আমাদের প্রতিষ্ঠিত করব ক্ষমতা ও প্রতিপত্তি দ্বারা নয়, সাধুতা ও সত্যবাদিতা দ্বারা।
আমরা মানুষকে সত্যের পথে ডাকবো মুখের কথা দিয়ে নয়, বুকের ভালবাসা দিয়ে।
৩৮ বার পঠিত
আমরা মানুষকে সত্যের পথে ডাকবো মুখের কথা দিয়ে নয়, বুকের ভালবাসা দিয়ে।
ধন্যবাদ আপনাকে।
দৃঢ় প্রতিজ্ঞা নিয়েই জীবনে এগিয়ে যাওয়া উচিৎ । ধন্যবাদ আপনাকে ।