ধুমপান!ধুমপান!
লিখেছেন: ' Raihan' @ মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৪, ২০১২ (২:২৪ অপরাহ্ণ)
ধুমপান হারাম হওয়ার সাথে সাথে,ধুমপান স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতি কর।মৃত্যু ছাড়াও অনেক দুরারোগ্য ব্যাধির কারণ ধুমপান।প্রতিদিন এদেশে প্রায় ২০(বিশ)কোটি টাকা শুধু ধুমপানেই পুড়ে ছাই হয়।এ অর্থ দ্বারা জাতীয় উন্নয়নে ব্যাপক অবদান রাখা সম্ভব।অপচয়,নেশা, আলস্য,গীবতও অহংকার পরিহারের মাধ্যমে সমাজের মানুষের পুঁজি গঠন,আত্নকর্মসংস্থান,আত্ননির্ভরশীলতা অর্জন ও সম্প্রতির সমাজ গঠন সম্ভব।সুতরাং আসুন আমরা ধুমপান প্রতিরোধে এগিয়ে আসি।
৬৮ বার পঠিত
জন সচেতন মূলক লেখা। ধন্যবাদ
(Nআশা করি ধুমপান করব না,