লগইন রেজিস্ট্রেশন

বাস্তবতা কি?

লিখেছেন: ' Raihan' @ মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৪, ২০১২ (২:১২ অপরাহ্ণ)

আমাদের ইংলিশ ল্যাঙ্গুইজ সেন্টারে একজন জার্মান নাগরিক আসেন,তার নাম তুবাই বার্গার।কথা প্রসঙ্গে জানা গেল যে,তার বাংলাদেশে আসার উদ্দেশ্য হল,বাংলাদেশের গ্রাম্য আদালতের বিচার ব্যবস্থা রিসার্চ করা।আমাদের কাছে তিনি বিভিন্ন ধরনের প্রশ্ন করেন।তার মধ্যে উল্লেখযোগ্য একটি প্রশ্ন হল:ইসলাম ধর্ম অনুসারে পৈর্তৃক সম্পত্তি এক ভাই যে পরিমাণ সম্পত্তি পায়,দুই বোন সে পরিমাণ পায়।এই আইনটি কি পরিবর্তন করা উচিত?
উত্তরে আমরা সবাই বলি “না”। কিন্তু আমাদের মধ্যে থেকে এক হিন্দু ধর্মাবলম্ভি মেয়ে(নাম প্রকাশে অনিচ্ছুক)বলে উঠল,”আমাদের হিন্দু ধর্ম অনুসারে মেয়েদেরকে পৈর্তৃক সম্পত্তির কোন অংশই দেওয়া হয় না।
এখন সুশীল সমাজের কাছে আমার প্রশ্ন:যেখানে অন্য ধর্মাবলম্ভীরা পৈর্তৃক সম্পত্তির কোন অংশই ময়েদেরকে দেওয়ার বিধান নেই, তার বিপরীতে আমাদের ইসলাম ধর্মে মেয়েদেরকে দেওয়ার পরও আমাদের সরকার কেন নারী পুরূষের সম-অধিকার আইন নিয়ে উঠে পড়ে লেগেছে? কোরআনের আইন লঙ্গন করা কী ইসলাম বিরোধী নই?কোরাআনের আইন লঙ্গন করা কী ইসলামের বিরূদ্ধে ষড়যন্ত্র নই? এর মাধ্যমে কি এটা প্রকাশ পাচ্ছে না যে, যার শরীরে কাপড় নেই তাকে কাপড় না দিয়ে,যার শরীরে কাপড় আছে তাকে দেয়ার মত নয় কি?

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৯২ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( ভোট, গড়:০.০০)