লগইন রেজিস্ট্রেশন

একমাত্র নামাযের মধ্যেই শান্তি…….।

লিখেছেন: ' Raihan' @ সোমবার, জানুয়ারি ২৮, ২০১৩ (৪:৫২ অপরাহ্ণ)

মানুষ যেই পরিমান দুনিয়ার ফাঁদে পড়েছে ঠিক সেই পরিমান অশান্তি্ও অস্তরিতায় ভূগছে। এখন শান্তির অন্বেষণে বেশী পরিমান দুনিয়া অর্জন করছে। ফলে আরও বেশী পরিমাণে ফাঁদে পড়ছে । মাছি মিস্ঠির উপর এসে বসল, কিছু খেল, কিন্তু পরক্ষনেই ফাঁদে ফসকে পড়ে গেল। এবার বের হওয়ার চেস্টা চালাচ্ছে । কিন্তু যত চেস্টা করে তত বেশী ফসকে পড়ছে। শেষ পর্যন্ত রেশমপকার মত মরে গেল। মানুষের অবস্তাও তদ্রুপ,এর একমাত্র চিকিৎসা নামায। এ নামাজই শান্তির ফয়সালা করতে পারে। তবে কোন ধরনের নামাজ এই ভূমিকা পালন করবে? আমার ও আপনার ধ্যান ও একগ্রতা বিহীন নামাজ? না কখনো না. বরং ঐ নামাজ যার মধ্যে ধ্যান ও একগ্রতা রয়েছে।( সংগ্রিহীত)

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
১১৭ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৫.০০)