লগইন রেজিস্ট্রেশন

ভ্যালেন্টাইন কে?

লিখেছেন: ' Raihan' @ বুধবার, ফেব্রুয়ারি ১৩, ২০১৩ (৭:৫৪ অপরাহ্ণ)

ভ্যালেন্টাইন কে?
প্রশ্ন জাগে ভ্যালেন্টাইনভ কে? খৃষ্ঠানদের ইতিহাসে ৫০জনের মত ভ্যালেন্টাইন নামক ব্যাক্তির নাম পাওয়া যায়। তবে দুজন ভ্যালেন্টাইন অত্যন্ত বিখ্যাত যাদের নাম খৃষ্টানদের ইতিহাসে আমরা খুঁজে পাই। একজন ভ্যালেন্টাইন সম্পর্কে জৈনিক ইসলামী চিন্তাবিদ তার এক আর্টিকেলে লিখেছেন, এই ভ্যালেন্টাইন হল সে ভ্যালেন্টাইন যাকে রোমান রাজাকা কারাবন্দী করেছিল। তিনি অন্তরীন হওয়ার পর কারাগারের প্রধান রক্ষকের মেয়ের প্রেমে পড়েন, মেয়ের সাতে ঘন্টার পর ঘন্টা গল্প করতেন। মৃত্যুর পূর্বে তার জন্য যাজক একটি চিরকুট লিখে যান। এই জন্য এই যাজক খৃষ্টান সমাজে ‘প্রেমিকদের যাজক’ হিসাবে খ্যাতি লাভ করেন। প্রেমিকদের যাজক ভ্যালেন্টাইন ১৪ই ফ্রেব্রুয়ারী মারা যাবার পর তার মৃত্যু বার্ষিকী পালন করা হয়। আর এই দিনের নাম রাকা হয় ” ভ্যালেন্টাইন ‘স ডে।
ভ্যালেন্টাই’স দিবস পালেনের বিধান:
এই ইতিহাস জানার পর আমাদের দ্বিতীয় আলোচ্য পয়েন্ট হল, কোন মুসলমান ভ্যালেন্টাইন দিবস পালন করতে পারে কি না। উত্তরে স্পষ্ট বলতে হয়, না-না-না। কারণ এই দিবস সাতে কু-স‍ংস্কার জড়িত। এই দিবসের সাতে দেবতার নাম জড়িত, এই দবিসের প্রচলন করে পৌত্তলিকরা,মুশরিক সমাজ। কাজেই যার সাতে ঈমান বিরোধী এতগুলো উপকরণ যুক্ত, এই ধরনের একটি দিবস কি করে মুসলমানরা পালন করতে পারে? মুসলমানরা থার্টিফাস্ঠ নাইট পালন করতে পারেনা, ভ্যালেন্টা্ইন’স ডে পালন করতে পারেনা,বসন্ত বরণ উৎ পালন করতে পারেনা।( সংগ্রীহিত )

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
১৫৪ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( ভোট, গড়:০.০০)