লগইন রেজিস্ট্রেশন

স্ত্রী কর্তৃক স্বামীকে ডিভোর্স দেয়া।

লিখেছেন: ' Raihan' @ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২১, ২০১৩ (১১:৫৮ অপরাহ্ণ)

প্রশ্ন : আমাদের দেশে পাশ্চাত্যের অনুকরণে ইদানিং স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক দেয়ার প্রবনতাটা খুব বৃদ্ধি পাচ্ছে। ওদের পরিভাষায় যাকে ডিভোর্স বলা হয়। প্রশ্ন হল-স্ত্রী স্বামীকে কোট বা সালিসের মাধ্যমে তালাক দেয়ার অধিকার রাখে কি না? শরীয়তে এ ব্যাপারে হুকুম কি?
উত্তর : শরীয়তের তালাক দেয়ার অধিকার একমাত্র স্বামীকে দেওয়া হয়েছে। স্ত্রীর জন্যে স্বামীকে তালাক দেয়ার কোন অনুমতি নাই। তবে স্বামী যদি স্ত্রীকে অধিকার দিয়ে থাকে স্ত্রী স্বামীর দেয়া ইখতিয়ার বা ক্ষমতা অনুয়ায়ী নিজের উপর তালাক গ্রহণ করতে পারবে। শরীয়তের পরিভাষায় একে তালাকে তাফবীজ বলা হয়। স্বামী যদি পুরুষত্বহীন হয় শরয়ী কোন দোষে দোষী প্রমাণীত হয়, যার ফলে স্ত্রী তার সাথে ঘর সংসার করতে অপারগ হয়, তাহলে স্ত্রী মুসলিম বিচারকের নিকট অতবা মুফতী বোর্ডের নিকট মামলা দায়ের করবে। এই মামলার পরিপ্রেক্ষিতে বিচারক অতবা মুফতী বোর্ড উপযুত্ত ব্যবস্তা গ্রহন করে তাদের বিবাহ বিচ্ছেদ করে দিবে। মোট কথা স্বামীর তালাক দেয়া ছাড়া্ও বিবাহ বিচ্চেদের আরো কয়েকটি পন্থা শরীয়ত অনুমোদন করেছে। কিন্তু স্তী স্বামীকে কোন অবস্তায়ই তালাক দিতে পারবে না। যদি দেয় তাহলে তা বেকার বলে গণ্য হবে। ঐ অবস্তায় স্ত্রী যদি অন্য কোথাও বিবাহ বসে তাহলে তদের সারা জীবনের মেলামেশা যিনা হিসাবে গণ্য হবে। (ফাতা্ওয়া দারুল উলুম : ৯/৪২, হেদায়া : ২/৩৭৬) (সংগৃহতি..)

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
১,৮৯২ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ১.০০)