জিল হজ্জ মাসের প্রথম দশেক ফজিলত
লিখেছেন: ' raquibuli' @ বুধবার, মার্চ ২, ২০১১ (৪:২৮ অপরাহ্ণ)
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. বর্ণনা করেন, রাসূল সাঃ বলেছেন যিলহজ্জের প্রথম দশ দিনের নেক কাজের তুলনায় আল্লাহর নিকট অধিক প্রিয় এবং পছন্দনীয় কোন নেক কাজ নেই, সাহাবীগন আরয করলেন হে রাসূল; জিহাদ কি এই দশ দিনের আমলের সমপর্যায়ের নয়? রাসূল সাঃ বললেন না। তবে যে ব্যাক্তি নিজের জান এবং মাল নিয়ে আল্লাহর পথে বের হয়, এবং ফিরে না আসে অর্থাৎ সে শাহাদাত বরণ করে। (বুখারী)
হাঃ মুহাঃ রাকিবুল ইসলাম
ছাত্রঃ মেশকাত জামাত, মালিবাগ ইসলামী বিশ্ববিদ্যালয়।
১৩০ বার পঠিত
হাদিস অবশ্যই ভাল লাগল। তবে প্রসঙ্গটা বুঝা গেলনা। ধন্যবাদ আপনাকে।