আল কোরআনের শ্রেঠত্বের কারণ
লিখেছেন: ' রাসেল আহমেদ' @ রবিবার, ফেব্রুয়ারি ৬, ২০১১ (১২:৪১ অপরাহ্ণ)
মহা গ্রন্থ আল কুরআনে আল্লাহ পাক ইরশাদ করেন”ذَلِكَ الْكِتَابُ لاَ رَيْبَ فِيهِ” ইহা এমন একিট কিতাব যাতে কোন সন্দেহ নেই। পবিত্র কোরআনে আল্লাহ পাক মহাগন্থ আল কোরআন কে قران عظيم বলে ঘোষনা দিয়েছেন। পৃথিবীতে যত গ্রন্থ আছে সে গুলির মাঝে পবিত্র কোরআন সর্ব শ্রেষ্ঠ তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। মহা গ্রন্থ আলকোরআনের শ্রেষ্ঠত্বের অনেক গুলি কারণ রয়েছে নিম্নে কয়েকটি উল্লেখ করা হল।
১। পবিত্র কোরআন মহান আল্লাহর বাণী। আর যে যত বড় হয় তার কথা, বাণী তত বড় হয়। যেমন বাদশার কথা সাধারণ যে কোন ব্যক্তির কথার চেয়ে দামি।মহান আল্লাহ সবচেয়ে বড় সুতরাং আল্লাহ তায়ালার বাণীও দুনিয়ার অন্যান্ন যে কোন কথার চেয়ে অনেক অনেক বড়,শ্রেষ্ঠ।
২।সবচেয়ে উচু স্থানে আল্লাহ তায়ালা কুরআন মাজীদ কে রেখেছেন। কেননা সাত আসমানের উপর হচ্ছে আরশ, আরশের উপর কুরছি, তার উপর লওহে মাহফুজ। আর আল্লাহ পাক কোরআনে কারীম কে লওহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন। তাই কোরঅান সর্ব শ্রেষ্ঠ গ্রন্থ।
৩। লওহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে “লাইলাতুল কাদরে” আল্লাহ পাক কোরাআনে করীম কে নাযিল করেছেন। আর রাত সমুহের মাঝে লাইলাতুল কাদর হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাত। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে”إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ” আমি একে নাযিল করেছি শবে-কদরে। অন্য আয়াতে আল্লাহ পাক ইরশাদা করেন”لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ”শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।
৪।যে ফিরিস্তার মাধ্যমে আল্লাহ তায়ালা কোরআন নাযিল করেছেন অসংখ্য অগনিত ফিরিস্তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফিরিস্তা জিবরাইল আমীন এর মাধ্যমে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন।
৫। যে নবীর উপর আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন সেই নবী সমস্ত নবী ও রাসূল গণের মাঝে শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ صل الله عليه وسلم
৬।যে মাসে কোরআন মজীদ কে আল্লাহ পাক নাযিল করেছেন, সেই মাস সমস্ত মাস গুলির মাঝে শ্রেষ্ট।এ ব্যাপারে কুরআনে ইরশাদ হয়েছে “ِشهر رمضان الذي أنزل فيه القران ” রমজান মাস কোরআন নাযিলের মাস।
৭।যে উম্মতের উপর আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন সেই উম্মত সমস্ত উম্মত গণেন মাঝে শ্রেষ্ঠ উম্মত। এ পসঙ্গে কোরআনে ইরশাদ হয়েছে ” كنتم خير أمة” তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত।
সুতরাং, সমস্ত পৃথিবীর মালিক মহান আল্লাহর বাণী, লওহে মাহফুজে সংরক্ষিত, সর্ব শ্রেষ্ঠ রাত্রি ও সর্ব শ্রেষ্ঠ মাসে নাযিলকৃত, সর্ব শ্রেষ্ঠ ফিরিস্তার মাধ্যমে সর্বশ্রেষ্ঠ মহামানব ও তার সর্বশ্রেষ্ঠ উম্মতের উপর অবতীর্ণ আলকোরআনই পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ গ্রন্থ।
আসসালামু আলাইকুম ,শুকরিয়া , কুরআনে কারিমের শ্রেষ্ঠত্ব সর্ম্পকে গুরুত্বপূন্য লেখা লেখার জন্য ।
@M M NOUR HOSSAIN, আপনাকে ধন্যবাদ।