কেন এই বর্বরতা!
লিখেছেন: ' রাসেল আহমেদ' @ মঙ্গলবার, ফেব্রুয়ারি ৮, ২০১১ (৯:৩২ পূর্বাহ্ণ)
প্রথম আলো পত্রিকাটি পড়ছিলাম কিন্ত একটি স্থানে চোখটি আটকে গেল।”কি যন্ত্রনা সইতে হচ্ছে শিশুটিকে” শিরোনামে লেখা ১১ বছরের কন্যা শিশুটির এখন দিন কাটে ঘরের ভিতরে……….কারণ সে মা হতে চলছে। শিশুটির ধর্ষক কাপাইকাপ আলীয়া (সরকারী) মাদ্রসার শিক্ষক ৬০ বৎসর বয়সি লম্পট আঃ জলিল।মাদ্রাসার অধ্যক্ষ্য আঃ হাই ১১ বৎসরের কন্যা শিশুটিকে নাকি লম্পট আঃ জলীলের সাথে বিয়ে দিতে চাচ্ছেন। কি আশ্চর্য কি অবাক করা কথা! এটাই কি সমাধানের পথ? না তাতে করে অন্নান্য লম্পটরা সযোগ পেয়ে যাবে।লম্পট আঃ জলীল সহ সমস্ত ধর্ষকদের জনসম্মোখে চৌরাস্তার মোড়ে ফাসি দেওয়া হওক যাতে করে অন্য কোন লম্পট কোন মেয়ের সর্বনাশ করার সাহস না দেখায়। কিন্তু দুঃখ জনক হলেও সত্য যে ধর্ষকরা আইনের ফাক ফুকড় দিয়ে বেরিয়ে যায়।
সত্যিই নির্মম র্ববরতা ,সমাজে এই ধরনের র্ববরত অহরহ ঘটছে , আর অপরাধিরা পার পেয়ে যায় । কারন হল সমাজে ইসলামের অনুসরন অনুকরন না থাকায় । আর অপরাধীদের কোন বিচার হয়না । ইসলাম সহশিক্ষাকে হারাম ঘোসনা করেছে । অথচ আলীয়া মাদ্রসা এবং স্কুল কলেজে তাই করা হচ্ছে । আর এ ধরনের র্ববরতা বার বার হচ্ছে ।
@M M NOUR HOSSAIN,
ader upojokto shasti houa dorkar. Are upojokto shasti kebol islamai ase.
@hafes_alamin,