আমরা এখন ৫৫০ জন।
লিখেছেন: ' রাসেল আহমেদ' @ শুক্রবার, মার্চ ৪, ২০১১ (১০:৩৭ পূর্বাহ্ণ)
পিস ইন ইসলামের আজ ৫৫০ জন সদস্য পূর্ণ হল। তাই সবাইকে জানাই আন্তরীক মুবারক বাদ। আমি পিস ইন ইসলামের একজন ক্ষুদ্র পাঠক। ভাল লাগে যখন দেখি ভাল লেখক গণ সুন্দর সুন্দর লেখা পোষ্ট করেন। তাই সবার কাছে আরও বেশি বেশি লেখা আশা করি। ধন্যবাদ আমাদের পরিবারের ৫৫০ জন সদস্যকে। কেমন আছেন আপনারা?
৭০ বার পঠিত
Alhamdulillah ! I am very fine for your information.
আপনাকেও ধন্যবাদ ।
জাজাকাল্লাহ ।
৫৫০ জন সদস্য বলতে কী বুঝাচ্ছেন। যেখানে শুধু সদস্যই আছে ৫৫০ জন সেখানে বেশীরভাগ লেখা গড়ে ২০-২৫ বার হিট হয় কেন! এতগুলো সদস্য কী করে।
@এস.এম. রায়হান, ৫৫০ জন রেজিস্ট্রেশন করেছে । এর অর্থ এই নয় সবাই একটিভ। বেশীরভাগ আমার মতো ইন একটিভ।
@এস.এম. রায়হান, সবাই একটিভ হলে এমন থাকবেনা। ইনশাআল্লাহ “আমাদের পিস ইন ইসলাম” একদিন সত্যই নতুন প্রজন্মে ইসলামী চেতনার বিকাশ ঘটাবেই। আপনাকে ধন্যবাদ।