লগইন রেজিস্ট্রেশন

কেন? কেন? কেন?

লিখেছেন: ' রাসেল আহমেদ' @ বৃহস্পতিবার, মার্চ ২৪, ২০১১ (৫:৫৬ অপরাহ্ণ)

মুহিব খান।
কেন নারী নেত্রীর কাজের মেয়েটি হচ্ছে নির্যাতিতা, কেন অচিকিৎসায় ধুকে মরে ডাক্তার পুত্রের পিতা।
কেন সারা মাস খেটে স্কুল শিক্ষক বেতন পায়না তার, কেন ছয় চার মেরে লাখ টাকা পায় সামান্য খেলোয়ার।
কেন ছ’মাস যেতেই মহাসড়কের আস্তর যায় ফেঠে, কেন মিছে মামলার ফাদে বে-খসুর মরবে হাযত খেটে।
কেন রাজার ছেলে রাজা হয়ে যায় পীরের ছেলে পীর, কেন সার্থান্বেষী এন জিও গুলি এদেশে জমায় ভীর।
কেন বিদেশী প্রভূর ইঙ্গিতে চলে এদেশের সরকার, কেন দাদারা গোপনে ওপারে পাঠায় এপারের রোজগার।
কেন কৃষকের ছেলে মন্ত্রি হয়ে বানাবে অট্রালিকা, আমার দেশের ইমাম নিয়োগ দেবে কেন আমেরিকা।
কেন? কেন? কেন?…………………কেন?
কেন মসজিদ কমিটির নেতা ঘুষখোর বেনামাজি, কেন এলাকার ত্রাস, খুনি, লম্পট টাকার গরমে হাজী।
কেন মিছে নবুয়ত দাবীদারদের মুসলিম হবে বলা, কেন ভি আই পি দের বহর থামাবে জনতার পথ চলা।
কেন মহা পণ্ডিত রাজনীতিকরা পায়না ঘরের ভোট, আবার সাড়ে দশজন নেতা মিলে হয় এগার দলের জোট।
কেন নাস্তিক দুচ্ছোরদের ঘরে মদের আড্ডা বসে, কেন কলকাতা গিয়ে ইহাদের (তাওহীদ) গালে তাসলিমা চর কষে।
কেন ধর্মের সাথে গাদ্দারী করে মুরতাদ পাবে ছাড়, কেন টকশোতে চলে জ্ঞান পাপীদের অবাধ মিথ্যাচার।
কেন জোর পূর্বক স্বীকারোক্তির জন্য অত্যাচার, কেন সূদি মহাজন শান্তিতে পাবে নোবেল পূরস্কার।
কেন? কেন? কেন?…………………কেন?
কেন বাংলা ভাষার দিনটাকে বলি একুশ ইংরেজীতে, কেন শিল্পের নামে মন্দ চর্চা চলছে এফডিসিতে।
কেন মিনার মাজার কবরেতে দিবসের ফুল গোজা, কেন চেতনার নামে মানব মূর্তি ভাস্কর্যের পূজা।
কেন বৃটিশ আইনে করছে বিচার বাংলাদেশের কাজী, কেন পাবলিক প্যাচে কেউবা করছে অযথাই বোমাবাজি।
কেন বাংলাদেশের স্থপতি হবেন বাঙ্গালী জাতীর পিতা, কেন সংখ্যা বাড়িয়ে বলতে হবে ৩০ লক্ষ বৃথা।
কেন জাতীয়তা নিয়ে চলে বিতর্ক বাঙ্গালী. বাংলাদেশী, কেন বন্ধু না হয়ে প্রভূ হতে চায় সীমানার প্রতিবেশী।
কেন বাংলাদেশের জাতীয় কবি থাকতে মুসলমান, রাষ্ট্রিয় সঙ্গিত হয়ে যায় অন্য কবির গান।
কেন? কেন? কেন? ………………….কেন?
কেন ডিসকালচার উপহার দেবে অসভ্য এক জাতি, কেন বিদ্যার ব্যাগ হাটুতে ঝুলিয়ে ছাত্ররা মারে লাথি।
কেন মদীনা. সখীনা. কারীমার গায়ে কারিনা কাপুর জামা, কেন ঋত্বিক সেজে রফিক বাধায় অযথাই হাঙ্গামা।
কেন সুন্দরী প্রতিযোগিতার নামে নারীকে পন্য করা, কেন ফ্যাশনের নামে উগ্র নারীর উদভট নরাচরা।
কেন টিভি পর্দায় বিজ্ঞাপনের বাড়তি তেলেসমাত, কেন পত্রিকাজুড়ে ফালতু মডেল নায়িকার উৎপাত।
কেন বৈশাখ এলেই পান্জাবী আর ইলিশ পান্তা ভাত, আবার নারী মদ নিয়ে কাটে ইংরেজী নববর্ষের রাত।
যদি মর্ডান যুগে তাসবিহ খতম তাবিজ কবজ বাদ, কেন মঙ্গল প্রদিপ তিলক ঢোলক রাশির আশির্বাদ।
কেন? কেন? কেন? ………………………..কেন?
যে প্রজাতন্ত্রের মুসলিম হল ৯০ ভাগ প্রজা, তাকে সেকুলার বলে পরিচয় দিতে লাগে কেন এত মজা।
যদি ধর্মের সাথে আধুনিকতার এতটাই সংঘাত, তবে থিয়েটার উদ্ভোধনের আগে কেন কুরআন তেলাওয়াত।
কেন ভার্সিটি আর কলেজ গুলুতে অস্ত্র গোদাম রেখে, সরকার কাপে মাদ্রাসায় পড়া মাওলানাদের দেখে।
কেন মৌলবাদের অপবাদ সয়ে বাচবে মুসলমান, কেন সন্ত্রাস নামে অভিহিত হবে জিহাদের আহবান।
যদি এদেশেই চলে পুজিবাদ আর কোমিও নিজম প্রীতি, তবে তাহাদের কেন এত বিষ লাগে ধর্মীয় রাজনীতি।
যদি এদেশেই মিটে দিল্লি মসকো ওয়াসিংটনের স্বাদ, তবে মক্কার জ্যোতি মুহাম্মদের (সাঃ) ইসলাম কেন বাদ।
কেন? কেন? কেন?………………………………………………………কেন?

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৩৭৪ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৫.০০)

৭ টি মন্তব্য

  1. রাসূল (সাঃ) এর আদর্শ যতদিন ধরার বুকে প্রতিষ্ঠিত না হবে ততদিন এ সকল সমস্যার সমাধান হবেনা। ধন্যবাদ।

  2. আরও সুন্দর সুন্দর লেখা দিন, সেই অপেক্ষায় …….
    শুকরিয়া (F)

    rasel ahmed

    @এম এম নুর হোসেন, ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে। (F) (F) (F)

  3. (Y) সুন্দর লেখা।

    rasel ahmed

    @Shah Shajedur Rahman, ধন্যবাদ আপনাকে। (F)