সিঙ্গেল সেক্স শিক্ষা প্রতিষ্ঠানের ঈর্ষণীয় সাফল্যঃ ৮…
লিখেছেন: ' রাসেল আহমেদ' @ শুক্রবার, মে ১৩, ২০১১ (৬:০৫ অপরাহ্ণ)
৮ বোর্ডের মাত্র ১টিতে প্রথম স্থানে সহশিক্ষা প্রতিষ্ঠান। বাকি ৭টিই পৃথক তথা সিঙ্গেল সেক্স শিক্ষা প্রতিষ্ঠান- ঢাকা বোর্ডে সেরা কুড়িতে ১৭টিই সিঙ্গেল সেক্স শিক্ষা প্রতিষ্ঠান আর সহশিক্ষা প্রতিষ্ঠান মাত্র ৩ টি।
বিভিন্ন বোর্ডে প্রথম স্থান অধিকারকারী শিক্ষা প্রতিষ্ঠান:
বোর্ড- প্রথম স্খান অধিকারকারী শিক্ষা প্রতিষ্ঠান – ধরণ
-ঢাকা বোর্ডে – রাজউক উত্তরা মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ-সহশিক্ষা প্রতিষ্ঠান
-কুমিল্লা বোর্ড – কুমিল্লা জিলা স্কুল-সিঙ্গেল সেক্স শিক্ষা প্রতিষ্ঠান
-যশোর বোর্ড – ঝিনাইদহ ক্যাডেট কলেজ-সিঙ্গেল সেক্স শিক্ষা প্রতিষ্ঠান
-রাজশাহী শিক্ষা বোর্ড-পাবনা ক্যাডেট কলেজ-সিঙ্গেল সেক্স শিক্ষা প্রতিষ্ঠান
-সিলেট বোর্ড – সিলেট ক্যাডেট কলেজ-সিঙ্গেল সেক্স শিক্ষা প্রতিষ্ঠান
-বরিশাল বোর্ড – বরিশাল ক্যাডেট কলেজ-সিঙ্গেল সেক্স শিক্ষা প্রতিষ্ঠান
-চট্টগ্রাম বোর্ড – ফৌজদারহাট ক্যাডেট কলেজ-সিঙ্গেল সেক্স শিক্ষা প্রতিষ্ঠান
-দিনাজপুর বোর্ড – রংপুর ক্যাডেট কলেজ -সিঙ্গেল সেক্স শিক্ষা প্রতিষ্ঠান
ঢাকা বোর্ডের মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ফলাফলের দিক থেকে এগিয়ে থাকা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১৭টিই সিঙ্গেল সেক্স শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া ৮ বোর্ডের ফলাফল বিশ্লেষণেও দেখা প্রায় ৮০% শিক্ষাপ্রতিষ্ঠানই পৃথক তথা সিঙ্গেল সেক্স শিক্ষা প্রতিষ্ঠান।
বিভিন্ন বোর্ডের সেরা ২০স্কুল
লেখক: হাসান