লগইন রেজিস্ট্রেশন

কবিরা গুনাহ-৮ (পিতা মাতার অবাধ্য হওয়া)

লিখেছেন: ' দ্য মুসলিম' @ সোমবার, ডিসেম্বর ২১, ২০০৯ (১১:৫৬ পূর্বাহ্ণ)

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,

পবিত্র কোরআন এর দলিলঃ

  • “তোমরা তোমাদের প্রতিপালক আদেশ করেছেন, তাঁকে ছাড়া আর কারো ইবাদত করো না এবং মাতা পিতার সাথে সদ্ব্যবহার কর। তাদের মধ্যে একজন কিংবা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনিত হয়; তবে তাদের ব্যাপারে আহ! শব্দটিও বলো না, তাদেরকে ধমক দিও না এবং তাদের সাথে নম্রভাবে মাথানত করে দাও (আচরন কর) এবং বল, হে প্রভু! তাদের উভয়ের প্রতি করূণা করুন, যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।”(সুরা বনী ইসরাইল ২৩-২৪)
  • “সুতরাং তুমি আমার কাছে কৃতজ্ঞ হও এবং তোমার মাতা-পিতার কাছেও কৃতজ্ঞ হও। আমারই নিকট তোমাকে ফিরে আসতে হবে।” (সুরা লোকমান ১৪)

পবিত্র হাদিস এর দলিলঃ

  • “মাতা-পিতার সন্তুষ্টিতে আল্লাহ পাকের সন্তুষ্টি এবং মাতা-পিতার অসন্তোষে মহান আল্লাহ পাকের অসন্তুষ্টি রয়েছে।” (জামে আত-তিরমিযি)
  • “হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) বলেনঃ এক লোক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সমীপে এসে তাঁর সাথে জিহাদে যাওয়ার অনুমতি প্রার্থনা করলে তিনি তাকে জিজ্ঞেস করলেনঃ “তোমার পিতা মাতা কি জীবিত?” সে জবাব দিলঃ জি হ্যাঁ। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ তাহলে তাদের সেবা যত্নের জিহাদে ব্রতী হও।” (বোখারী ও মুসলিম)
  • “আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবীরা গুনাহের ব্যপারে জানাব না? তা হচ্ছে, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা ও মাতা পিতার অবাধ্যচারী হওয়া।” (বোখারী ও মুসলিম)
  • “পিতা মাতার অবাধ্যচারী সন্তান, উপকার করে খোটাদানকারী এবং মদখোর বেহেশতে যাবেনা।” (বোখারী ও মুসলিম)
  • “যে লোক মাকে গালি দেয় আল্লাহ পাক তাকে অভিসম্পাত করেন। যে লোক মাকে গালি দেয় আল্লাহ পাক তাকে অভিসম্পাত করেন।” (ইবনে হেব্বান)
  • “আল্লাহ পাক সমস্ত গুনাহের শাস্তি কেয়ামত পর্যন্ত ঝুলিয়ে রাখেন। কিন্তু পিতা মাতার সাথে অসদাচরণ এর বিপরীত – আল্লাহ এর প্রতিফল অবিলম্বেই কার্যকর করেন। অর্থাৎ কেয়ামতের আগে ইহজীবনেই শাস্তি দেয়া হয়। (হাকেম)”

আল্লাহ তায়ালা আমাদের সকল কবীরা গুনাহ থেকে বেঁচে থাকার তোফিক দিন।

আল্লাহ হাফেজ।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
২০৪ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( ভোট, গড়:০.০০)