লগইন রেজিস্ট্রেশন

কবিরা গুনাহ-১৩ (অবৈধভাবে ইয়াতীমের সম্পদ আত্মসাত ও জুলুম করা।)

লিখেছেন: ' দ্য মুসলিম' @ শুক্রবার, জানুয়ারি ১৫, ২০১০ (৪:০৯ পূর্বাহ্ণ)

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,

পবিত্র কোরআন এর দলিলঃ

  • নিশ্চয়ই যারা ইয়াতীমের অর্থ-সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, তারা নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছু ভরছে না, অচিরেই তারা জাহান্নামে প্রবেশ করবে।(সুরা আন নিসা-১০)
  • ইয়াতীমের ধন-সম্পদের কাছেও যেয়ো না, তবে উত্তম পন্হায় তার বয়োপ্রাপ্তির আগ পর্যন্ত তদারকী করতে পার।(সুরা আল আনআম-১৫২)

পবিত্র হাদিস এর দলিলঃ

  • “হাশরের দিন আল্লাহ পাক কিছু লোককে এমন অবস্হায় কবর থেকে উঠাবেন, তাদের পেট থেকে আগুন বেরুবে এবং তাদের মুখমন্ডল ঝলসে যাবে। সাহাবায়ে কেরাম আরজ করলেনঃ ইয়া রাসুলুল্লাহ ? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ আল্লাহ তায়ালার এ ঘোষনা তোমরা জান না, “যারা অন্যায়ভাবে ইয়াতীমের ধন-সম্পদ আত্মসাত করে, তারা নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছু ঢুকায় না?”।’ (সনদ উল্লেখ করা হয়নি)
  • “আমি এবং ইয়াতীমের তত্ত্বাবধানকারী জান্নাতে এভাবে থাকবো।” এই বলে তিনি তর্জনী ও মধ্যমা আঙ্গুলদ্বয় সামান্য ফাঁক রেখে একত্রিত করে দেখান। (বোখারী)
  • এক লোক হযরত আবু দারদা রাঃ কে বললোঃ আমাকে কিছু উপদেশ দিন। তিনি বললেনঃ “উয়াতীমের প্রতি সদয় হও, তাকে কাছে এনে বসাও এবং নিজের খাদ্য থেকে আহার করাও। কেননা একবার এক লোক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সমীপে জানালো, তার অন্তর খুবই পায়াণ- খুবই কঠোর। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেনঃ যদি তুমি আশা কর, তোমার হৃদয় কোমল থাক, তবে কোন ইয়াতীমকে কাছে এনে তার মাথায় হাত বুলাও এবং নিজের খাদ্য থেকে তাকে আহার করাও। এ কাজ করলে তোমার (পাষাণ) হৃদয় নরম হবে এবং তোমার মনের সকল আশা পূরণ হবে।” (তাবারানী, মুসনাদে আহমদ।)
  • অসহায় বিধবা ও মিসকীনদের কল্যাণে যে লোক সচেষ্ট থাকে, সে আল্লাহ তায়ালার রাস্তায় জিহাদকারীর সমতুল্য।”-বর্ণনা কারী বলেনঃ আমার ধারণা সম্ভবত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একথাও বলেছেন, সে সেই লোকের সমতুল্য, যে জীবনভর সারারাত ধরে নামায পড়ে এবং যে কখনো রোযা ভঙ্গ করেনা। (বুখারী, মুসলিম, ইবনে মাযা)

আল্লাহ তায়ালা আমাদের সকল কবীরা গুনাহ থেকে বেঁচে থাকার তোফিক দিন।

আল্লাহ হাফেজ।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
২০১ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( ভোট, গড়:০.০০)

৪ টি মন্তব্য

  1. হাফিজ ভাই, কমেন্টটি দেখে থাকলে আপনার মেইল আইডিটা একটু দিবেন। আপনাকে একটা এটাচমেন্ট পাঠাবো। ধন্যবাদ।

  2. আল্লাহ আমাদের সম্পদ বণ্টনের একটি নিয়ম ধার্য করে দিয়েছেন এখন ঐ নিয়মে আমাদের বোনদের ও হক রয়েছে। কিন্তু বাংলাদেশে ভাইয়েরা প্রায়ই বোনের হক আদায় করেন না এখন আপনার কাছে প্রশ্ন ইয়াতিমের হকের জন্য কুরানের আয়াত বা হাদিসের কোন নির্দেশের মত না আদায় কারীর জন্য কোন আয়াত বা হাদিস আছে কি? ধন্যবাদ।

    দ্য মুসলিম

    @মুনিম, একটু পড়াশোনা করতে হবে। পেলে জানাবো। ধন্যবাদ।