কবিরা গুনাহ-১৯ (মদ পান ও মাদকদ্রব্য গ্রহণ ।)
লিখেছেন: ' দ্য মুসলিম' @ রবিবার, মার্চ ১৪, ২০১০ (১০:২২ অপরাহ্ণ)
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,
পবিত্র কোরআন এর দলিলঃ
- হে বিশ্বাসীগণ ! দম, জুয়া, প্রতিমা এবং ভাগ্য গণনা শয়তানের অপবিত্র কাজ, অতএব তোমরা এগুলো থেকে বেঁচে থাক, যাতে তোমরা সফলতা অর্জন করতে পার। শয়তান তো চায় মদ, জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে সংঘাত ও বিদ্বেষ ঘটাতে এবং আল্লাহর স্মরণ ও নামায থেকে তোমাদেরকে বিরত রাখতে। তবুও কি তোমরা বিরত হবে না? (সুরা মায়েদা- ৯০, ৯১)
- যে লোক আল্লাহ ও তাঁর রাসূলের অবাধ্য হয় এবং তাঁর (নির্ধারিত) সীমাতিক্রম করে, আল্লাহ তাকে চিরস্হায়ী জাহান্নামে প্রবেশ করাবেন। তার জন্য রয়েছে অপমানকর শাস্তি। (সুরা আন নিসা- ১৪)
পবিত্র হাদিস এর দলিলঃ
- তোমরা মদ থেকে বেঁচে থাক, কারণ এটা সকল অশ্লীলতার উৎস। (হাকেম)
- সকল মাদকদ্রব্য মদের পর্যায়ভুক্ত এবং সকল মদই হারাম। পার্থিব জীবনে যে মদপানে অভ্যস্ত ছিল এবং তওবা না করে মারা যায়, পরলোকে সে জান্নাতী পানীয় থেকে বঞ্চিত থাকবে। (বোখারী, মুসলিম, তিরমিযী, নাসায়ী, আবু দাউদ, তাবারানী ও বায়হাকী)
- মাদকদ্রব্য সেবনকারীর জন্য আল্লাহর প্রতিশ্রুতি হচ্ছেঃ আল্লাহ তাকে তীনাতুল খাবালের পানীয় পান করাবেন। আরজ করা হলোঃ ইয়া রাসুলাল্লাহ ! তীনাতুল খাবাল কি? তিনি এরশাদ করেনঃ জাহান্নামীদের ঘাম ও মলমুত্র। (মুসলিম ও নাসায়ী)
- তিন জনের নামাজ কবুল করা হয় না এবং তাদের অন্য কোন ভাল কাজও উর্ধ্বে আরোহণ করে নাঃ পলাতক দাস, যতক্ষন পর্যন্ত না সে তার মনিবের কাছে ফিরে যায়, যে স্ত্রীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট, যতক্ষণ পর্যন্ত না সে তার উপর খুশী হয়, মদপানে মাতাল ব্যক্তি, যতক্ষণ পর্যন্ত না তার হুশ ফিরে আসে। (ইবনে খুযায়মা ও হেব্বান, বায়হাকী, তাবারানী।)
- চোর চুরি করার সময় মুমিন থাকে না, ব্যভিচারী ব্যভিচারে রত অবস্হায় মুমিন থাকে না, মদ্যপায়ী মদপানরত অবস্হায় মুমিন থাকে না। অতঃপর তওবা করলে মুমিন অবস্হায় ফিরে আসে। (বোখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসায়ী)
- মদ্যাসক্ত ব্যক্তি, জাদুটোনায় বিশ্বাসী এবং রক্ত সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে লোক মদ পান করে মারা যায়, আল্লাহ তাকে গুতাত নহরের পানি পান করাবেন, যা ব্যভিচারিনী নারীদের যৌনাঙ্গ থেকে নির্গত। তাদের যৌনাঙ্গের দূর্গন্ধ জাহান্নামীদের জন্য দুঃসহ কষ্টদায়ক হবে। (আহমদ, হাকেম)
- হযরত ইবনে ওমর রাঃ বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদপানকারী, যারা মদ পরিবেশন করে, মদ বিক্রেতা, মদ ক্রয়কারী, যার জন্য ক্রয়-বিক্রয় করা হয়, মদ উৎপাদনকারী, সংগ্রহকারী, পরিবহনকারী, যার জন্য বহন করা হয়, মদ বিক্রি থেকে অর্জিত অর্থ ভোগকারী সবার উপরেই অভিশাপ বর্ষণ করেছেন। (আবু দাউদ, ইবনে মাযা।)
আল্লাহ তায়ালা আমাদের সকল কবীরা গুনাহ থেকে বেঁচে থাকার তোফিক দিন।
আল্লাহ হাফেজ।
৪০৬ বার পঠিত
সবাইকে ধন্যবাদ।