লগইন রেজিস্ট্রেশন

কবিরা গুনাহ-২১ (সতী সাধ্বী রমণীর প্রতি অপবাদ দেয়া। )

লিখেছেন: ' দ্য মুসলিম' @ শুক্রবার, এপ্রিল ২, ২০১০ (৫:৫৪ অপরাহ্ণ)

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,

পবিত্র কোরআন এর দলিলঃ

  • যারা সতী-সাধ্বী, নিরীহ মুমিনা নারীদের বিরুদ্ধে অপবাদ আরোপ করে, তারা ইহ ও পরলোকে অভিশপ্ত এবং তাদের জন্য রয়েছে গুরুতর শাস্তি। (সুরা আননুর- ২৩)
  • যারা সতী-সাধ্বী নারীর বিরুদ্ধে অপবাদ আরোপ করে, অতঃপর চার জন সাক্ষী উপস্হিত করে না, তাদেরকে আশিটি বেত্রাঘাত কর এবং কখনই তাদের সাক্ষী গ্রহণ করো না। ওরাই হলো দুষ্কৃতিকারী ফাসেক।
  • মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন, তাই লিখে রাখার জন্য তার সাথে রয়েছে সদা তৎপর প্রহরী। (সুরা ক্বাফ- ১৮)

পবিত্র হাদিস এর দলিলঃ

  • “তোমরা সাতটি গুরুতর কবিরা গুনাহ থেকে বেঁচে থাক।” উল্লিখিত সাতটি গুনাহর অন্যতম হচ্ছে সতী-সাধ্বী ও নিরীহ মুমিনা নারীর উপর ব্যভিচারের অপবাদ আরোপ করা। (বোখারী ও মুসলিম।)
  • যে লোক আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, সে হয় ভালো কথা বলবে, নচেৎ চুপ থাকবে।
  • হযরত ওকবা ইবনে আমের রাঃ আরয করলেনঃ হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! কিভাবে নাজাত পাওয়া যাবে? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমার রসনা সংযত রাখ। তোমার ত্রুটি বিচ্যুতির জন্য কাঁদো, আর মনে রাখ, পাষাণ-চিত্তরা আল্লাহর নৈকট্য থেকে সবচেয়ে বেশী দূরে। (আবু দাউদ, তিরমিযী)

আল্লাহ তায়ালা আমাদের সকল কবীরা গুনাহ থেকে বেঁচে থাকার তোফিক দিন।

আল্লাহ হাফেজ।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
১১১ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( ভোট, গড়:০.০০)