লগইন রেজিস্ট্রেশন

আমার মায়ের জন্য দোয়া করবেন।

লিখেছেন: ' দ্য মুসলিম' @ রবিবার, সেপ্টেম্বর ১২, ২০১০ (১১:২৬ অপরাহ্ণ)

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।

আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গত কয়েকমাস অনেক বিপদে ছিলাম। মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সেই বিপদ এবং ব্যস্ততা কিছুটা হলেও কাটিয়ে উঠতে পেরেছি, যদিও এখনো পুরোপুরি স্বাভাবিক অবস্হায় আসতে পারিনি। অনেকদিন পর আজ সুযোগ পেলাম কিছু লিখার।

*** গত কয়েকমাস আগে মায়ের ক্যন্সার ধরা পড়ে। এছাড়াও ডায়াবেটিকস, হাই প্রসার, থাইরয়েড ইত্যাদি সমস্যায় ভুগছিলেন। সব মিলিয়ে খুবই অসুস্হ। ক্যন্সারের অপারেশন হয়ে গেলেও ডাক্তার বললেন কেমো থেরাপি দিতে হবে। আগামি কয়েকদিন পর হয়তো শুরু করবো, ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তায়ালা যেন উনাকে দ্রুত সুস্হ করে দেন।

*** এতদিন ঠিকমতো পড়তেও পারিনি। আশা করছি এখন থেকে নিয়মিত সময় দিতে পারবো ব্লগ পড়ার জন্য। নিয়মিত লিখতে পারবো বলেও আশা রাখি।

সবাইকে ঈদ মোবারক

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৬২৩ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( ভোট, গড়:০.০০)

১০ টি মন্তব্য

  1. শাফাহাল্লাহ্!
    দোয়া করছি – আল্লাহ আপনার মাকে যেন সুস্থ করে দেন এবং দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যাণ দান করেন!!

    ঈদ মোবারক”তাকব্বালাল্লাহু মিননা ওয়া মিনকুম” (ঈদের সুন্নাহ্ শুভেচ্ছা)আল্লাহ্ যেন আমাদের ভালো কাজগুলো [ এই একমাসের যাবতীয় ইবাদত, সাদাক্বা ইত্যাদি] এবং তোমাদের ভালো কাজগুলো কবুল করেন। (F) (F)

    দ্য মুসলিম

    @মুসলিম৫৫, শুকরিয়া, জাযাকাল্লাহ।

    আবু আনাস

    @মুসলিম৫৫, আমিন

    দেশী৪৩২

    দোয়া করছি – আল্লাহ পাক আপনার মাকে যেন শীঘ্রই সুস্থ করে দেন এবং দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যাণ দান করেন এবং আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সর্বাবস্হায় সুস্হ দেহ,মন ও পরিবেশে তার এবাদত করার ও তার মনমত চলার তৌফিক দান করেন। আমিন । ।

  2. আল্লাহ্‌তাআলা আপনার মাকে সুস্থ করে তুলুক, আমিন।

    সাদাত

    @নাজনীন,

    আ- মি–ন।

  3. দোয়া করছি, আল্লাহতাআলা যেন ওনাকে হায়াতে তাইয়্যেবা দান করেন ।

    আমীন ।

    সাদাত

    @হাফিজ,

    আ-মি–ন।

    ফুয়াদ

    @হাফিজ,
    দোয়া করছি, আল্লাহতাআলা যেন ওনাকে হায়াতে তাইয়্যেবা দান করেন ।

    আমীন ।

  4. মহান আল্লাহ তাঁকে সুস্থ করে তুলুন। আমীন!!