ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি ২০০২ সালের মুসলিমবিরোধী দাঙ্গার সময় হিন্দুদের না ঠেকাতে পুলিশকে নির্দেশ দিয়েছিলো
লিখেছেন: ' তরবারি' @ বৃহস্পতিবার, এপ্রিল ২৮, ২০১১ (৩:০৯ অপরাহ্ণ)
ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি ২০০২ সালের মুসলিমবিরোধী ভয়াবহ দাঙ্গার সময় হিন্দুদের না ঠেকাতে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন বলে পদস্থ এক পুলিশ কর্মকর্তা ভারতের সুপ্রিমকোর্টে দেয়া এফিডেভিটে উল্লেখ করেছেন। ভারতীয় পুলিশ কর্মকর্তা সঞ্জিব ভাট গতকাল সুপ্রিমকোর্টে দাঙ্গা সম্পর্কিত মামলায় এ এফিডেভিট দেন।
সঞ্জিব ভাট বলেন, ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গোধরা দাঙ্গার পর নরেন্দ্র মোদি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের এক বৈঠকে হিন্দুরা মুসলমানদের বিরুদ্ধে যেন তাদের ক্ষোভ মেটাতে পারে, পুলিশকে সে সুযোগ করে দেয়ার নির্দেশ দেন। ভাট এক্ষেত্রে নরেন্দ্র মোদির নির্দেশ সরাসরি তুলে ধরেন, যাতে গুজরাটের মুখ্যমন্ত্রী বলেছিলেন, মুসলমানরা যাতে আবার ট্রেনে আগুন দেয়ার মতো ঘটনা ঘটাতে না পারে, সেজন্য তাদের উচিত শিক্ষা দেয়ার এটি মোক্ষম সময়।
গুজরাটের গোধরা স্টেশনে একটি ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় অর্ধশতাধিক হিন্দু নিহত হওয়ার পর মুসলিমবিরোধী দাঙ্গা শুরু করা হয়েছিল। গোধরার ট্রেনে আগুন লাগানোর জন্য মুসলমানদের দায়ী করা হলেও পরবর্তী সময়ে তদন্তে দেখা গেছে, হিন্দুরাই মুসলিমবিরোধী
দাঙ্গা বাধানোর অজুহাত সৃষ্টির উদ্দেশ্যে ট্রেনটিতে আগুন দিয়েছিল।
গুজরাটে ২০০২ সালের মুসলিমবিরোধী ভয়াবহ দাঙ্গায় দুই হাজারেরও বেশি মুসলমান নিহত হন। মুসলিমবিরোধী ওই দাঙ্গায় উগ্র হিন্দুবাদী বিজেপি দলের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ছিল বলে একাধিকবার অভিযোগ উঠেছে। কিন্তু এবারই প্রথম একজন পুলিশ কর্মকর্তার পক্ষ থেকে নিশ্চিত করা হলো যিনি নরেন্দ্র মোদির নির্দেশের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
সিআইডি কর্মকর্তা হিসেবে গোধরা দুর্ঘটনার তদন্ত করতে গুজরাটে পোস্টিং পেয়েছিলেন ১৯৮৮ ব্যাচের কর্মকর্তা সঞ্জিব ভাট। সে সময় তার উপস্থিতিতে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তাদের দাঙ্গায় মুসলিম নিধনের পথ পরিষ্কার করে দেয়ার নির্দেশ দিয়েছিলেন।
অভিযোগের ভিত্তিতে সুপ্রিমকোর্টের নির্দেশে এসআইটি এর আগে আইপিএস কর্মকর্তা সঞ্জিব ভাটকে জিজ্ঞাসাবাদ করে। অভিযোগে নরেন্দ্র মোদিসহ ৬২ জন কর্মকর্তার নাম উল্লেখ ছিলো, গুজরাট মন্ত্রিসভার সদস্যসহ পুলিশ কর্মকর্তা ও পদস্থ আমলাদের নির্দেশ ও তত্ত্বাবধানে গুজরাটে দাঙ্গা হয়েছিল।
এগুলি কি উগ্রতা নয়? এমনটা কোন মুসলিম রাষ্ট্রে হলে সারা বিশ্বে ঝড় উঠে যেত।
বিশ্ব মোড়ল দের চোখে কি এ গুলি পড়েনা? ধন্যাবাদ আপনাকে শেয়ার করার জন্য।