”ওহে মুসলমান ঘুমিয়ে থেকো না আর সময় হয়েছে ঘুম থেকে জাগার”
লিখেছেন: ' তরবারি' @ বৃহস্পতিবার, এপ্রিল ২৮, ২০১১ (৩:০৯ অপরাহ্ণ)
এ কথা সবার জানা যে, রাত যতো গভীর হয়, দিন ততো নিকটবর্তী হয়।” রাতের গহীন অন্ধকার বলে দেয়, সূর্য উঠার কতো দেরি। অন্ধকার যখন তার কালো চাদর দিয়ে সর্বশক্তি দিয়ে রাতকে জড়িয়ে নেয়, তার কিছুক্ষণ পরেই পৃথিবীর আকাশে ছুবহে ছাদিকের সন্ধান মিলে। তারপর পূর্বাকাশে উদিত হয় সোনালী সূর্য।
জাহিলিয়াত যখন চরম অবস্থায় পৌঁছেছিলো খোদ কাবা শরীফ-এ ৩৬০টি মূর্তি রাখা হয়েছিলো। স্বয়ং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মযলুম হতে হয়েছিলো। উনার শানের খিলাফ বক্তব্য পেশ করা হয়েছিলো। তখন মহান আল্লাহ পাক তিনি উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার রিসালতী নূরানী মশাল দ্বারা জগৎকে নূরানী করে দিয়েছিলেন।
আজ পৃথিবী জাহিলিয়াত চরম অবস্থায় পৌঁছেছে। জাহিলিয়াত তথা মিথ্যা দূরীভূত হবার সময় হয়েছে। মুসলমানদের ঘুমিয়ে থাকার দিন শেষ।
”ওহে মুসলমান ঘুমিয়ে থেকো না আর
সময় হয়েছে ঘুম থেকে জাগার”
স্বয়ং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মযলুম হতে হয়েছিলো। রাসূল (সা:) নূরে মুজাসসাম এ কথার দলীল দিলে উপকৃত হতাম।
”ওহে মুসলমান ঘুমিয়ে থেকো না আর
সময় হয়েছে ঘুম থেকে জাগার”