অামার ্িজঞ্গাসা
লিখেছেন: ' sadman' @ বৃহস্পতিবার, জানুয়ারি ৭, ২০১০ (১:৩১ পূর্বাহ্ণ)
অামার িজঞ্গাসা
(জ্ঞান পিপাষু িবদায়)
েতামার প্রস্হান অামােক ভািবেয় েদয় -
সিত্যই িক এেসিছেল জ্ঞােনর িপপাসায় ।
নািক এক দল তরুন ৌমমািছ,
যারা অাজীবন কের যায় মধুর সঞ্চয়;
িবিনমেয় কী েপলাম েস িহসাব
কের রােখ না েকা খাতায়।
শুধু জ্ঞােনর মধু েস কের যায় সঞ্চয়
পিরপুষ্ট েস চােকর থিল েথেক-
স্বচছ , সুিমষ্ট মধু িবলােব মুিক্তর েশফা,
এই শুধু যােন ৌমমািছ েয তরুন-
যােক স্পশর্ কেরিন েকান খ্যািতর েনশা ।
েতামার প্রস্হান অামােক সিত্যই ভািবেয় েতােল;
খঞ্জর েফেল ,িজহােদর ময়দান েছেড় -
বল্ েকান বীেরর েখতােব রাঙােব িনেজর নাম ।
েমেন িনলাম েতামার ব্্যিক্ত সত্তা,
বন্ধু! তুিম মুসিলম,েতামার িকেসর এত ব্যকুলতা!!
যখন কুঠার হােত দািড়েয় শক্ত েমাশেরক;
যখন প্রলুব্ধ হাওয়ায় গাইেছ মুনািফক
যখন সত্য-িমথ্্যার একাকার হ্রেদ ক্লান্ত মুসািফর-
পান কের চেলেছ দু’অাজল ভের , তার িপপাসা !
েতামার জ্ঞােন িক বেল তােক এই শুধু অামার িজঞ্গাসা !!
আপনার কথা আমার সারা জীবন মনে থাকবে এবং আপনার লিখাটিও আমার সংগ্রহে থাকবে।
এক দল তরুন মৌমাছি,
যারা আজীবন করে যায় মধুর সঞ্চয়;
বিনি্ময়ে কি পেলাম সে হিসাব
করে রাখেনা কো খাতায়।
শুধু জ্ঞানের মধু সে করে যায় সঞ্চয়
পিরপুষ্ট সে চাকের থিল থেক-
স্বচ্ছ, সুমিষ্ট মধু বিলাবে মুক্তির শেফা,
এই শুধু জানে মৌমাছি যে তরুন-
যাকে স্পর্শ কেরিন কোন খ্যাতির নেশা …………………………..।
সত্যিই কি সুন্দর আপনার উদহারন। আমি মুগ্ধ, দোয়া করবেন যাতে মৌমাছির ত্যাগ থেকে আমি এবং আমরা সবাই কিছু শিখতে পারি। আর জিহাদের ময়দান ছেড়ে আমি যাইনি। দেখা হবে আগামীতে, হয়তো এখানে অথবা অন্য কোন পথে, সত্যি কারের জিহাদের ময়দানে।
@জ্ঞান পিপাষু,