introducing post
লিখেছেন: ' সাজ্জাদ' @ শুক্রবার, জানুয়ারি ১৪, ২০১১ (১০:২৫ পূর্বাহ্ণ)
بسم الله الرحمن الرحيم
আমি তখন هداية النحو পডছি। একটি কুইজ প্রতি্যোগিতার উত্তরের জন্য এক বন্ধুর কাছে গেলে সে ইন্টারনেটের কথা বলে তখন থেকেই তার সাথে পরিচয়। আজ আমাদের বন্ধুত্বের ৬ বছর। এই ৬ বছরে আমি তার কাছ থেকে অনেক কিছু পেয়েছি। আমার পয়োজনের শেষ আবলম্বন ইন্টারনেট। সে সর্বদা আমার কাছে থাকে বলে তাকে খুব ভাল লাগে। বিশেষ করে যখন কোন ইসলামি ওয়েব সাইটের সাথে পরিচয় করিয়ে দেয়। আরো ভাল সাইটটি যখন আমাদের মতাবলম্বী (আহ লুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী) হয়। আর peace in Islam তার অন্যতম একটি শাখা। আমি শেষ বার ভিজিট করেছি প্রায় ১+ আগে। আমি খুবই আনন্দিত ও গর্বিত যে,এক বছরের মধ্যে অনেক পরিবর্তন সাধিত হয়েছে ماشاء الله । আমি সাধুবাদ অপেরেটর টিমকে যারা বিরামহিন মেহনত করে যাচ্ছে।
আমি সন্মানিত এডমিনের কাছে আনোরুধ জানাবো যে,আপনাদের ক্যাটাগরিতে আরো কিছু বিষয় যেন সংযোজিত করা হয়। যেমনঃ- আরবী-উর্দূ সফটওয়ার পরিচিতি, আরবি কিতাব সম্পর্কে আলোচনা, উর্দূ-বাংলা e-library তৈরীর জন্য টিম প্রস্তুত করা (যেমনঃ- আরবিতে المكتبة الشاملة আমদের উপর বড অনুগ্রহ) সর্বোপরি আমাদের মাদ্রাসার ছাত্রদের তথ্য-পাযুক্তির এই ভান্ডার থেকে পূরোপূরি ইস্তেফাদা করার জন্য তৈরী করে তোলতে চিন্তা করা। তাহলে আপনাদের উদ্দেশ্য স্ফল হবে ان شاء الله।
আর আমি একটা ছোট্ট লেখা এড করছি। উপযুক্ত মনে করলে আপনাদের ব্লগে স্থান দিতে পারেন।
কিভাবে inpage file কে word অথবা Unicode রুপান্তর করা যায়
প্রথমে Unicode converter software টি এখান থেকে ডাউনলোড করুন।
Unicode converter software টি install করুন।
তারপর inpage file ওপেন করুন এবং তার লেখাগুলো কপি করুন।
তারপর Unicode converter software টি চালু করুন এবং convert clipboard এ ক্লিক করুন।
অবশেষে word file এ paste করুন।
বিন ইউনুছ
আস-সালামু আলাইকুম,
আপনাকে ধন্যবাদ মুল্যবান উপদেশ দেবার জন্য । আপনাদের সহযোগিতা পেলে আশাকরি আরো অগ্রসর হতে পারব ।
আর আমি একটা ছোট্ট লেখা এড করছি। উপযুক্ত মনে করলে আপনাদের ব্লগে স্থান দিতে পারেন।
কোন লেখার কথা বলেছেন বুঝতে পারছি না । বুঝিয়ে বলুন ।
জাজাকাল্লাহ ।
@কর্তৃপক্ষ [ পিস-ইন-ইসলাম ],
অর্থাৎ ইন-পেইজ থেকে ইউনিকোডে কনভার্ট করা।
thanks for comments.
sajjad bin yunus
জবাব
আহলান সাহলান ।
এই ব্লগে স্বাগতম ।
@ম্যালকম এক্স,
وايضا
আপনাকেও।
ধ্ন্যবাদ।
অর্থাৎ ইন-পেইজ থেকে ইউনিকোডে কনভার্ট করা।
thanks for comments.
sajjad bin yunus
@সাজ্জাদ,
এই লিংটি টেস্ট করুন
http://converter.banglacomputing.net/
জাজাকাল্লাহ ।
আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইজান।
কতৃপক্ষ@ ইতিমধ্যে আমি যেটুকু সময় ক্ষেপন করেছি অনলাইনে আরবী লেখার জন্য তাতে সবচাইতে সহজ মনে হয়েছে জাভা ভিত্তিক প্লাগ ইনটি, পরবর্তিতে লেখারটুলবারের সেটি যোগকরার জন্য সানজাভার একটি বিশেষ সফ্ট চালু করলেই হয়ে যায় । আপনাদের এ বিষয়ক ডেভলাপারের সাথে কথা বল্লে বিষয়টি আরো সহজে উদঘাটন করা যেত যাতে পরবর্তিতে আরবী ব্লগ বা এই ব্লগে আরবী প্লাগ করতে আমাদের সুবিধা হতো।
বিভিন্ন আরবী ওয়েব চ্যাটে প্লাগটি এখনো ব্যাবহার হয়ে থাকে।
দ্বীতিয় আরেকটি সহজ টুলবার ব্যাবহার করা যায় যার মাধ্যমে সকলেই আরবী লিখতে সক্ষম হবে। আর তা হলো শ্যুটিং বাই মাউস বা একটি প্লাগ দেয়া থাকবে যাতে ক্লিক করলে আরবী কি বোর্ড চলে আসবে এবং ইচ্ছেমত শু্ট করে লেখা যাবে।
তৃতীয় পদ্ধতিটির ব্যাপারে ইতিপূর্বে হাফিজ ভাইয়ের সাথে আলোচনা হয়েছে, এর মাধ্যমে পিসিতে সরাসরি যে কোন প্রোগ্রামে আরবী লেখা যায় আর তা হলো সিস্টেমকে আরবী এনাবেল করা । এ ব্যপারে বিস্তারিত ফর্মুলা এই সাইটে পাওয়া যাবে। (লিঙ্ক)