The End of Earth نهاية العالم
লিখেছেন: ' সাজ্জাদ' @ বুধবার, জানুয়ারি ২৬, ২০১১ (১১:৩৬ অপরাহ্ণ)
২৬-০১-২০১১
বিসমিল্লাহির রহমনির রহিম
আমি খুবই আনন্দ এই জন্য যে peace in islam টিম আমাকে সাদরে গ্রহন করেছেন। তাই খিয়াল করলাম আপনাদের সাথে নিয়মিত সংশ্লিষ্ঠ হয়ে যাই। তাই আমি ধারাবাহিক লেখার জন্য ইচ্ছা করলাম। আর বিষয় হিসেবে একটি ধারুন কিতাব
“نهاية العالم” এর অনুবাদকে বেছে নিলাম।মূলত উক্ত কিতাবে কেয়ামেতর নিদর্শন সমুহ আলোচনা করা হয়েছে। বইটি খুব তত্ত্ব সম্বলিত,খুব ধারুন মনোমুগ্ধকর পদ্ধতি,প্রাঞ্চল ভাষায় উপস্থাপন করেছেন লেখক।
পৃথিবীর ধ্বংস The end of earth (১)
أشراط الساعة এর পরিচিতিঃ-
কিয়াতের নিদর্শন সমুহকে আরবীতে أشراط الساعة বলা হয়।
أشراط শব্দের অর্থঃ-এটি شرط এর বহুবচন যার অর্থ নিদর্শন। আর أشراط الساعة এর অর্থ কিয়ামতে কারণ ও নিদর্শন ও তার কারণ সমুহ, অতপর তা হল এমন কিছু নিদর্শনাবলী যার উপস্থিতির পর কিয়ামত প্রতিষ্ঠিত হবে।
আর الساعة এর অর্থঃ-ঐ সময় যাতে কিয়ামত প্রতিষ্ঠিত হবে। তাকে (কেয়ামত) الساعة দিয়ে নামকরণ করার কারণ এক হঠাৎ সব মানবজাতিসহ সকল সৃষ্টি এক্টি মাত্র আওয়াজে ধ্বংস হয়ে যাবে।
أشراط الساعة এর প্রকারভেদঃ-
কিয়ামতের নিদর্শনসমুহকে প্রধাণত ২ ভাগে ভাগ করা যায়। ১. দুরবর্তী নিদর্শন ২. নিকটতম নিদর্শন।
১. দুরবর্তী নিদর্শন. এটা ২ ধরনের (ক) অর্থাৎ যেসব নিদর্শনবলী অনেক পূর্বেই প্রকাশ পেয়েছে এবং শেষ হয়ে গিয়েছে। যেমনঃ- নবী (স.) এর আবির্ভাব,চন্দ্রের দ্বী-খন্ডায়ণ ইত্যাদি।। এর অপর নাম علامات صغري চোট্ট নিদর্শনাবলী।(খ) প্রকাশ পেয়েছে কিন্তু শেষ হয়নি বরং এগুলো বাড়ছে। এরকম নিদর্শনসমুহের সংখ্যা অনেক বেশী। এর অপর নাম الامارات المتوسطة বা মধ্যবর্তী নিদর্শন।
২. নিকটতম নিদর্শন বা বড় নিদর্শন সমুহঃ-আর তা হচ্ছে এমন কতিওয় নিদর্শন যা প্রকাশের পর পরেই কিয়ামত অনুষ্ঠিত হবে। আর এমন নিদর্শনসমুহ ১০টি যার একটিও প্রাকাশ পায়নি। যেমন হাদিসে এসেছেঃ- হুযাইফা থেকে বর্ণিত তিনি বলেন আমরা আলোচনা করছি এমন সময় নবী (স) আসলেন। তিনি জিজ্ঞাসা করেনঃ- তোমরা কি করছ? আমরা বললাম আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি। তখন নবী (স) বললেনঃ-তোমরা যতক্ষ্ণণ না ১০টি চিহ্ন দেখবে ততদিন কিয়ামত ধার। তারপর সেগুলো বললেনঃ- যথাঃ-
১।ধোঁয়া
২।দাজ্জাল
৩।পোকা
৪।পশ্চম দিক থেকে সূর্য উঠা
৫।ঈসা (আ.) এর আগমন।
৬।ইয়াজুজু-মাজুজের আগমন
৭।পূর্বদিকের ভুলিকম্প
৮।পশ্চিমের ভুলিকম্প
৯।আরব দ্বীপের ভুলিকম্প
১০।ঐ আগুন যা মানবকুলকের পিছু করতে করতে ইয়ামন থেকে হাশরের ময়দানে নিয়ে যাবে।
অন্যান্য হাদিসে ;ইমাম মেহেদীর আগমন,কা’বার ধ্বংশ ইত্যাদি যার সম্পর্কে সামনে আলোকপাত করা হবে।
আপনার প্রচেষ্টাকে জাজাকাল্লাহ।
আল্লাহ পাক আপনাকে তওফীক দিক ।
@হাফিজ,
أمين
وجزاك الله
أهلا وسهلا مرحبا لك يا أخي حيك الله ووفق الله تعالى على كتابك
@rasel ahmed, কি সব আরবী লেখেন , কিছুই তো বুঝি না । আমাদের জন্য এখানে আরবী কোর্স চালু করেন , তাহলে উপকৃত হব ।
পোস্টের মাধ্যমে আরবী শেখা ।
@ম্যালকম এক্স, দুঃখিত ভাই ম্যালকম এক্স। আর শুধু মাত্র পোস্টের মাধ্যমে আরবী শেখা আমার মনে হয় সম্ভব নয়। দোয়া করবেন।
@rasel ahmed,
আপনার সাথে একমত নই।
শুধুমাত্র পোষ্টের মাধ্যমে হয়তো পূর্ণাঙ্গরূপে আরবী শেখা সম্ভব হবে না, কিন্তু যারা নিজ চেষ্টা কিংবা কোর্স / ক্লাস এর মাধ্যমে আরবী শেখার চেষ্টা করছে তারা অনেক উপকৃত হবে।
আর ব্লগের মাধ্যমে আরবী শেখানোর প্রচেষ্টা অনেককে নতুনভাবে শুরু করার জন্য উৎসাহ জোগাবে।
@হাসান আল বান্না, ইনশাআল্লাহ চেষ্টা করব। দোয়ার প্রার্থী।
@rasel ahmed,
وايضا لافشاء حوصلتي
ধন্যবাদ আপনাকে, আশা করি নিয়মিত লেখা দিবেন আর তা পড়ে আমরা উপকৃত হতে পারব।
@humaid,
انشاء الله
দোয়া করবেন যেন ভালটি উপহার দিতে পারি
@সাজ্জাদ, আপনার লেখার অপেক্ষায় রইলাম।
শুকরিয়া , খুশি হয়েছি, আপনার ভাল উদ্যেগ ও সুন্দর পদক্ষেপের জন্য । আল্লাহ পাক আপনাকে এবং আমাদেরকে ও কবুল করুন । ইংশাআল্লাহ আমার ও এই ইচ্ছা আছে এবং খুব শীঘ্রই লিখব । দোয়ার দরখাস্ত রহিল ।
@M M NOUR HOSSAIN, আপনার কথা শুনে কিন্তু আমি ও খুশি হয়েছি, দোয়া রইল আল্লাহ আপনাকে তাওফিক দান করুন । আমীন
@M M NOUR HOSSAIN,
ইনশাআল্লাহ,আমার জন্যও দোয়া করবেন।
@M M NOUR HOSSAIN, খুবই ভাল উদ্যোগ। আল্লাহ আপনাকে ও আমাদের সবাইকে কামিয়াব করুন। আমীন