পৃথিবীর ধ্বংস The end of earth (৩)
লিখেছেন: ' সাজ্জাদ' @ বুধবার, ফেব্রুয়ারি ১৬, ২০১১ (৩:২০ পূর্বাহ্ণ)
علامات صغري যা এখনো সমাপ্ত হয়নি বরং চলতে আছে,সেগুলো হলঃ-
৮৫। মানুষের মাল সম্পত্তি বেড়ে যাবে।
৮৬। জমিন তার খনি বের করে দিবে।
৮৭। বিকৃত হতে আরম্ভ করবে।
৮৮। প্রচুর পরিমাণ বিজলী ইত্যাদি হবে।
৮৯। একে অপরকে মিথ্যা অপবাদ দেওয়া বেড়ে যাবে।
৯০। এমন বৃষ্টি হবে যার হাত থেকে কোন (পাথর বা মাঠির) ঘর-বাড়ি বাছতে পারবেনা।
৯১। আকাশ থেকে বৃষ্টি বর্ষন করা সত্বেও কোন উদ্ভিত গজাবে না।
৯২। একটা ফিতনা আরবকে ঘিরে ফেলবে।(অর্থাৎউক্ত ফিতনাটি পূরো আরবে চড়িয়ে পড়বে)
৯৩। মুসলমানদের সাহায্যার্থে গাছ-পালা কথা বলবে।
৯৪। মুসলমানদের সাহায্যার্থে জড় পদার্থ কথা বলবে (পাথর ইত্যাদি)।
৯৫। ইহুদীদের সাথে মুসলমানদের যুদ্ধ।
৯৬। ফুরাত নদীর পানি শুখিয়ে যাবে।(তার স্থলে একটা স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে)
৯৭। এমন সময় আসবে যখন মানুষকে গুনার করা ও অপারগতার মধ্যে মনোমিত করার জন্য চেড়ে দিবে।
৯৮। আরব নদী ও চরণ ভূমি হবে (তার ভূমি এমন শষ্য বিষিষ্ট হবে যেখানে গরু,মেষ,চাগল বিচরণ করবে)।
৯৯। আহলাচের (ফালানো ও যুদ্ধ) ।
১০০। সাররা এর ফিতনা(সুস্থতা,সচ্চলতায় মানুষ আকৃষ্ট হয়ে গুনায় লিপ্ত হবে)।
১০১। দুহাইমা এর ফিতনা(গভীর অন্ধকার ও ব্যাপক পথ ভ্রষ্টতা যার মজা সব লোকই আস্বাদন করবে)
১০২। এমন সময় আসবে যখন সিজদাকে দুনিয়া তার মধ্যে অবস্থিত সকল বস্তু থেকে শ্রেয় মনে করবে।
১০৩। ১ম তারিখের চন্দ্র একটু দেরীর মনে হবে।
১০৪। এমন সময় আসবে যখন সব মানুষই সিরিয়ায় চলে যাবে।(কারণ এটাই মাহশর কিয়ামতের মাঠ হবে)
১০৫। মুসলমান এবং রোমীদের মাঝে বিশ্ব যুদ্ধ।
১০৬। মুসলমানদের হাতে কুস্তুনতুনিয়া (বর্তমানে ইস্তাম্বুল) বিজয়।
১০৭। উত্তরাধিকার সুত্রে পরিত্যাক্ত সম্পদ বন্টন করা হবে না।
১০৮। গনীমতে সন্তুষ্ট হবেনা।(কারণ তখন খ্রিষ্টান্দের সাথে যুদ্ধ্বের তারা এগুলো করার সুযোগই পাবেনা।)
১০৯। মানুষ পুরানো হাতিয়ারের দিকে পত্যাবর্তন করবে। (অর্থাৎ)হাতিয়ার সমুহ তীর-তালওয়ার হয়ে যাবে,এটম,পারমানবিক ইত্যাদি আর থাকবেনা।
১১০। বায়তুল মুকাদ্দাস আবাদ হবে(বার্তমানে তো সেটা অনাবাদ এবং মুসলমানদের নামাজ পড়তে দেওয়া হয়না )
১১১। বায়তুল্লাহ অধিবাসী ও পর্যটক শূণ্য হয়ে যাবে।
১১২। মাদিনা তার মদ্যে অবস্থানরত সকল খারাপ লোকদের বের দিবে।
১১৩। পাহাড় তার স্বস্থান হতে পড়ে যেতে থাকবে।
১১৪। ক্বাহতান থেকে একজন ব্যক্তি বের হবে যাকে মানুষরা অনুসরণ করবে।
১১৫। এমন এক ব্যক্তির আগমন ঘটবে যাকে জাহজাহ বলা হবে।
১১৬। চতুস্পদ জন্তু ও জড়বস্তু কথা বলবে।
১১৭। বেতের পার্শ্ব কথা বলবে।
১১৮। জুতার ফিতাও কথা বলবে।
১১৯। উরু তার উরুওয়ালার সংবাদ দিবে।(অর্থাৎ উরুও কথা বলবে)
১২০। ইসলাম মিঠে যাবে।(অর্থাৎ বিভিন্ন ধরণের ফিতনা ও অজ্ঞতার কারনে ইসলামী সভ্যতা ও ইসলামের শিক্ষা-আদর্শ)
১২১। কুরান মানুষের বক্ষ থেকে ও মাসহাফ থেকে।
১২২। এ কটা দল কা’বা আক্রমন করে তাকে সমূলে উপড়ে ফেলবে।
১২৩। কা’বা শরীফের হজ্ব ছেড়ে দিবে।
১২৪। কিছু আর ব গোত্র আবার তাদের সনাতন ধর্ম (মুক্তি পুজার) দিকে পত্যাবর্তন করবে।
১২৫। কুরাইশ গোত্রের শেষ/সমাপ্তি ঘটবে।
১২৬। আফ্রিকার একটি দেশ ইথিওপিয়ার এক ব্যক্তি হাতে কা’বার ধ্বংস সংঘঠিত হবে।
১২৭। মু’মিনদের আত্মা কবজের জন্য একটি পবিত্র বাতাসের আগমন।
১২৮। মক্কার গঠন-কাঠামো উঁচূ হবে।
১২৯। পরবর্তীরা পুর্ববর্তীদের গালমন্দ করবে।
১৩০। নতুন নতুন বাহন (মোটর ইত্যাদির) আবিস্কার।
১৩১। মাহদি(আ) এর আত্মপ্রকাশ।(আবির্ভাব)
العلامات الكبري যা এখনো ঘটেনি ভবিষ্যতে ঘটবেঃ-
১। দাজ্জালের আবির্ভাব।
২। ঈসা (আ) এর অবতরণ/ আগমন।
৩। ইয়াজুজ-মাজুজের বের হওয়া।
৪। বড় বড় তিনটি ভূমিকম্প।
৫। ধোয়া বের হওয়া।
৬। এক প্রকার পোকার আগমন।
৭। পশ্চিম দিক থেকে সুর্যাদয়।
৮। একটি আগুন বের হবে যা মানুষকে হাশরের ময়দানের দিকে নিয়ে যাবে।
১২২। এ কটা দল কা’বা আক্রমন করে তাকে সমূলে উপড়ে ফেলবে। একটু বিস্তারিত ও দলীল দিলে খুশি হতাম। আপনাকে ধন্যবাদ।
@rasel ahmed,
ইনশাআল্লাহ ,সামনে এর বিস্তারিত আলোচনা করা যথা স্থানে। প্রয়োজন হলে আপনাকে জানানো হবে।
সালাম
জাযাকাল্লাহ আপনাকে ধন্যবাদ। চালিয়ে যান।
@মুসাফির,
আপনারা দোয়া করতে থাকেন।
Amio kabar bishoyta bujinai.
Bistarito likhly khushe hobo. Thankyou very much.
@hafes_alamin,
ঠিক আছে। দেখা যাক আপনাদের জন্য কি করতে পারি।
আপনাকেও ধন্যবাদ।