লগইন রেজিস্ট্রেশন

পৃথিবীর ধ্বংস The end of earth (৪)

লিখেছেন: ' সাজ্জাদ' @ রবিবার, ফেব্রুয়ারি ২০, ২০১১ (৪:৫৩ পূর্বাহ্ণ)


আজ থেকে আমরা মূল পর্বের দিকে যেতে পারি।
কিয়ামতের নিদর্শন সমূহ صغري ও كبري এ বিভক্ত। উভয়ের মাঝে পার্থক্য হচ্ছে كبري গুলো صغري এর পর পরই আসবে কিয়ামতের কাছাকাছি সময়ে। পৃথিবীতে এই প্রকার (كبري নিদর্শনসমুহ) এর অধিক প্রভাব পড়বে এবং সকল মানুষই তার সম্পর্কে অবগত হবে। আর অপর প্রকার (صغري) কিয়ামতের একটু আগেই সংগটিত হবে। এবং তা কিছু জায়গায় দেখা দিবে,অন্য কিছু জায়গায় দেখা যাবেনা। কিছু মানুষ এগুলো সম্পর্কে জানবে আর কিছু মানুষ জানবেনা। এই পর্বে আমরা العلامات الصغري সম্পর্কে কুরআন,হাদিসের আলোকে আলোচনা করব, সাথে সাথে সহীহ হাদিস,ও সাহাবাদের আছারের দিকে লক্ষ্য রাখা হবে।
১। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর আগমন
নবী (স) সংবাদ দিয়েছে যে,তার আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার প্রমাণ এবং নিদর্শন। এবং এটিই علامات صغري (চোট্ট নিদর্শনাবলী) এর মধ্যে প্রথম। হযরত ছাহাল বিন সা’দ থেকে বর্ণিত,তিনি বলেনঃ-আমি রাসুল (স) কে বলতে শুনেছি যখন তিনি তাঁর শাহাদাত ও মধ্যমা আঙ্গুলির দিকে ইঙ্গিত করে বলছেনঃ- আমি প্রেরিত হয়েছি যখন আমি এবং কিয়ামতের মাঝে এমন ব্যবধান। তিনি অন্য হাদিসে আরয করেনঃ- আমি কিয়ামতের প্রথম ভাগেই প্রেরিত হয়েছি। আল্লামা কুরতুবী বলেনঃ-তিনি কিয়ামতের নিদর্শসমুহের মধ্যেস প্রথম। কারণ তিনি শেষ যামানার নবী। এবং তিনি প্রেরিত হয়েছেন এমতবস্থায় যে,তাঁর ও কিয়ামেতের মাঝে আন্য কোন নবী আসবে না।

(তথ্য সুত্রঃ-১.বোখারী,মুসলিম,২.رواه الحاكم في الكني,সহীহ আলবানীতে আছে ৮০৮ নং হাদীস,৩.التذكرة للقرطبي )

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
১০৫ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৫.০০)

৫ টি মন্তব্য

  1. জাযাকাল্লাহ। আপনাকে ধন্যবাদ। চালিয়ে যান।

    সাজ্জাদ

    @rasel ahmed,
    جزاك الله أيضا । আপনাকেও অসংখ্য ধন্যবান। দোয়া করবেন।

  2. গুরুত্বপূর্ণ লেখা আপনাকে ধন্যবাদ। পাঠকরা অনেক উপকৃত হবেন। চলুক (Y) (Y) (Y)

    সাজ্জাদ

    @মুসাফির,
    অবশ্যয়,সেজন্যই তো আমি তার অনুবাদে হাত দিয়েছি। আমি লেখককের (محمد بن عبد الرحمن العريفي) কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য যে তিনি আমাদের তত্ব ও তত্ত্ব বহুল কিতাব উপহার দেওয়ার জন্য। তাঁর দীর্ঘায়োর জন্য দোয়া করবেন।

    মুসাফির

    @সাজ্জাদ, আল্লাহ তায়ালা লিখকের হায়াতের মাঝে খুব বরকত দান করূন। (আমীন)