লগইন রেজিস্ট্রেশন

পৃথিবীর ধ্বংস The end of earth (৬)

লিখেছেন: ' সাজ্জাদ' @ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২২, ২০১১ (১:৩৩ পূর্বাহ্ণ)

৪। সাহাবী কেরামের যোগ সমাপ্তি (১২০ হিঃ)
নবী (স) এর সাহাবাগণ নবীর পরে এই উম্মতের সর্বস্রেষ্ট মানুষ। আবু মুসা (র.)এর হাদিসে উল্লেখ আছে- নবী (স) এরশাদ করেন- তারকারাজি আসমানের জন্য নিরাপদের কারণ, যখন তারকা আর উদয় হবেনা তখন আসমানের ব্যাপারে ভয়ের যে আশংকা করা হয়েছে তা বাস্তব হতে থাকবে। আর আমি আমার সাহাবাদের জন্য নিরাপদে থাকার কারণ, আমি যখন চলে যাব তখন তাদের ব্যাপারে যে ভবিষ্যত বাণী করা হয়েছে তা সম্পন্ন হবে। আর আমার সাহাবারা আমার উম্মতের জন্য নিরাপদের কারণ, অতঃপর যখন তারা চলে যাবে তখন তাদের ব্যপারে যে ফিৎনার আশংকা করা হয়েছে তা হতে থকবে (মুসলিম শরীফ)
হাদিসের ব্যাখ্যাঃ-
*** সাহাবাদের চলে যাওয়া আরো দুইটি নিদর্শনের সাথে একত্রিত হয়েছে। এক. তারকারাজি চলে যাওয়া ও আগ্নি শিখার অবতরণ (অর্থাৎ নবী (স) এর ভুমিষ্টের কিছু পূর্বে শয়তায়তানদের আসমান থেকে বিতাড়িত করার জন্য আগ্নি শিখার ব্যবহার করা হত যাতে আসমানে ফেরাস্তাদের তথ্য চুরি করতে না পারে এক কথায় বলা যেতে পারে নবী (স) এর আগমন)। দুই. নবী (স) এর মৃত্যু।
*** হাদিস দ্বারা প্রমাণিত যে, প্রথমে ভাল লোকেরা চলে যাবে তারপর নিকৃষ্ট্যদের উপর কিয়ামত পতিত হবে।

৫। বাইতুল মুকাদ্দাস বিজয় (১২ হিঃ মোঃ-৬৩৭ উমর র. শাসনামলে)
নবী (স) এর আগমন কালে বায়তুল মুকাদ্দাস ছিল রুম সম্রাজ্য খ্রিষ্টানদের অধিনে। আর রুম সম্রাজ্য একটি শক্তিশালী দেশ। নবী (স) বায়তুল মুকাদ্দাস বিজয়ের ব্যাপারে সুসংবাদ দেন এবং তাকে কিয়ামতের নিদর্শন হিসেবে গ্ণ্য করেন। যেমন,আউফ বিন মালিকের হাদিসে উল্লেখ আছে,নবী (স) বলেন- কিয়ামতের ছয়টি নিদর্শন গুনো রেখো। আর বায়তুল মুকাদ্দাসের বিজয় তারদের অন্যতম।
আর বায়তুল মুকাদ্দাস বিজিত হয় উমর র. এর শাসনামলে (১৬ হিঃ মোতাঃ৬৩৭ সাল)। তিনি বায়তুল মুকাদ্দাসকে কুফুরির হাত থেকে পবিত্র করে সেখানে একটি মাসজিদ নির্মাণ করেন। বায়তুল মুকাদ্দাস দুইবার বিজিত হয়েছিল। এক. উমর র. এর আমলে। দুই. আইয়ুবী আমলে। তখন বিজয় করেন সালাহুদ্দিন আইয়ূবী (৫৮৩ হিঃ মোতা ১১৮৭ সাল)। আর আল্লাহর আদেশে আরেকবার বিজিত এক দল মুমিন দলের হাতে। এমন কি গাছ পালা পাথর ইত্যাদি বলবেঃ- হে মুসলিম! হে আল্লাহর বান্দা! আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে। এদিকে এস এবং তাকে হত্যা কর। বায়তুল মুকাদ্দাস ও ইহুদি-মুসলমান যুদ্ধের ব্যাপারে পরে আলোচনা করা হবে। (৯৫ নং ছোট নিদর্শনে)

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৪১৭ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৫.০০)