লগইন রেজিস্ট্রেশন

পৃথিবীর ধ্বংস The end of earth (৯)

লিখেছেন: ' সাজ্জাদ' @ শনিবার, মার্চ ১২, ২০১১ (৮:০৩ পূর্বাহ্ণ)

৮। স্যাটলাইটের আত্মপ্রকাশ
বর্তমানে শূণ্যে প্রায় ১৩তের হাজার স্যাটলাইট ঘূর্ণিয়মান। যাতে রয়েছে বিভিন্ন ফিৎনা ও মসিবত। অবশ্যয় পূর্ববর্তী হাদিসে এর প্রতি সাধারণভাবে ঈঙ্গিত রয়েছে।
بَادِرُوا بِالأَعْمَالِ فِتَنًا كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ الخ
আর বিশেষভাবে ডিশের দিকে ঈঙ্গিত করা হয় নিম্মোক্ত হাদিসে।
ليوشكن أن يصب عليكم الشر من السماء حتى يبلغ الفيافي قال قيل وما الفيافي يا أبا عبد الله قال الأرض القفر
ইবনে আবি শায়বা তাঁর কিতাব (المصنف) এ হুযাইফা ইবনুল ইয়ামান থেকে সহীহ সনদে বর্ণনা করেন, ঐ সময় দূরে নেই যে,আসমান থেকে তোমাদের উপর মন্দ আসতে থাকবে এমন কি তা ধুধু মরুভূমিকেও ছাড়বেনা।

আরবরা (سماء) বলতে প্রত্যেক ঐ জিনিসকে বুঝায় যা মানুষের উপরে হয়ে থাকে। আর (لسان العرب) নামক অ্যারাবিক ডিকশনারীতে আছে, বলা হয় প্রত্যেক ঐ জিনিসকে যা তোমার উপরে হয়ে তোমাকে ছায়া প্রদান করবে। টিভি আমাদের তা দেখায় যা স্যাটলাইট গ্রহ সেখান থেকে পাঠায়, যাতে রয়েছে রকমারী ফিৎনা-ফাসাদ ইত্যাদি। আর মরুভূমিতে অবস্থিত তাবুও সে ফিৎনা থেকে মুক্তি পায়না। নিচের ছবি থেকে তা অনুমান করা যায়।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৯৬ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৫.০০)

৮ টি মন্তব্য

  1. 100% (Y) Allah amader asob fetna theke hefajat korun.

    সাজ্জাদ

    @hafes_alamin,
    আমীন।

  2. শুকরিয়া চালিয়ে যান।

    সাজ্জাদ

    @মুসাফির,
    আপনাকেও

  3. চলুক জাযাকাল্লাহ।

    সাজ্জাদ

    @rasel ahmed,
    وأيضا

  4. (Y) (Y) (Y)

    সাজ্জাদ

    @humaid,
    ঠিক হে।