লগইন রেজিস্ট্রেশন

নারী উন্নয়ন নীতিমালা ২০১১ (আসলে তারা কি চাই)

লিখেছেন: ' সাজ্জাদ' @ রবিবার, মে ৮, ২০১১ (২:৫০ পূর্বাহ্ণ)

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ
পরিক্ষা শেষের দিকে তাই ফ্রি হয়ে লিখতে বসলাম। আজ লিখবনা শুধু জানাব। বিষয়ঃ- “নারী উন্নয়ন নীতি মালা ২০১১”। এটা দ্বারা আসলে তারা কি চায় তা এখানো অস্পষ্ট। মুটামুটি এটা দ্বারা যে তারা নিজ স্বার্থ হাসিল করতে চাই তা দেশ ও দশের নিকট স্পষ্ট হয়ে উঠেছে। আমি এখানে কয়েকটা প্রশ্ন করে আমার লেখা শেষ করছি।
১। যদি সত্বিই নারীর উন্নয়ন সাধন করতে চান তাহলে ঐ নীতি মালার কেন অনুসরণ করা হল না যা নারীকে নারী বানিয়েছে (অর্থাৎ কোরান যেটা নারীদের শেষ্ঠত্বের আসনে বসিয়েছিল ১৪০০ বছর পূর্বেই ) ঐ নীতির মালার কেন আনুসরণ করা হল যা নারীকে পণ্যতে রূপান্তর করে (অর্থাৎ সিডিও)? উন্নয়ন শব্দটিই তো এর পরিচায়ক। কারণ তা বস্তুর জন্য ব্যবহার করা হয়।
২। অথবা প্রণয়নের সময় কোরান-সুন্নাহর বিরোধ না হওয়ার প্রতি কেন খেয়ালে রাখা হয়নি?
৩। বা যখন আলেমরা বলছেন এখানে কোরান-সুন্নাহ বিরোধী নীতি আছে,তখন তাদের কথা কেন শ্রবণ না করে তাদের কঠাক্য করা হচ্ছে?
৪। যখন তারা কোরানের হেফাজতের জন্য মাঠে নামলো তখন কেন তাদের পুলিশ পশু দ্বারা আঘাত করা হয়েছে?
৫। কেন হরতালের নামার পূর্বেই তাদের “জঙ্গীবাদী” বলে সম্মোধন করা হয়েছে বিভিন্ন সভায়? আমেরিকাকে দিয়ে বাংলাদেশে হামলা করানোর জন্য না অন্য কোন উদ্দেশ্যে?
৬। আর কি কোন শব্দ ছিল না? নাকি এটা ব্যবহার করলে আমেরিকা খুব তাড়াতাড়ি অ্যাকশেন নিতে পারবে তাই? কই মিশরে তো (নিচক) নিজ স্বাধীনতার জন্য অস্ত্র-সস্ত্র সহ জনগণ মাঠে নেমেছিল তাদের তো কেউ একথাটি বলেনি। তাহলে কি বুঝব ধর্মের জন্য নাঠে নামলে “জঙ্গীবাদী” আর যারা ধর্মের বিরোধিতা করার জন্য নামবে তা মুক্তিযুদ্ধা?
৭। আলেম-উলামাগণ কথা কথিত “নারী উন্নয়ন নীতি মালা২০১১” কে শুধু পড়ে নয় একদম pure করে দিয়ে একটা সংশোধিত নীতিমালা পেশ করলেন, তখনই কেন প্রধান ও অপ্রধান মন্ত্রীরা বলল তারা নারী নীতি না পড়ে এসব বলছে? নিজ ভুল,মূর্খতা ডাকার জন্য, না জেনে বুঝেই এটা করছে?
৮। যখন আলেম-উলামাগণ মিডিয়ায় ও মাঠে জ্ঞানপাপীদের শায়েস্তা করছে তখনই কেন সরকারের দালালরা তাদের নিয়ে আজেবাজে বকছে? তাদের অবস্থান স্পষ্ট করছে,না নিচক দালালী?
৯। ফতোয়া নিষিদ্ধ করার কথা বলেই নিজেরা ফতোয়া দিচ্ছে এই বলে যে, কোরান হেফাজতের জন্য যারা মাঠে নামবে তাদের দোররা মারা হবে।?
১০। যখন কোরান-হাদিসের আলকে নারীনীতির বাস্তবতাকে তোলে ধরে তাদের হুশ উড়িয়ে দিল,তখন তা যাতে মানুষের হাতে না যেতে পারে তাই জায়গায় জায়গায় পুলিশকে ব্যবহার করা হচ্ছে? জনগণ বাস্তবতা না জানার জন্য, না তাদের জলন-পুড়ান হচ্ছে তাই?
১১। কেন দু’টাকা মন্ত্রীর পচাঁ মুখ দিয়ে এটা বলবে যে,যারা নারী নীতির বিরোধিতা করবে তাদের বাংলাদেশ থেকে বের করে দেয়া হবে? এটা কি আলেম-উলামাদের চ্যালেঞ্জ করা নয়? না কি দেশটা তাদের বাপের আর আলেম-উলামারা ভারত থেকে এখানে পাসপোর্ট নিয়ে এসেছে?
যদি বলতে চাই তাহলে এভাবে বলতে থাকতে হবে তবুও তাদের চক্রান্তের মূল পাওয়া যাবেনা। হ্যাঁ এতটুকু বলা যায়, তাদের কোরান ও কোরানের বাহকদের ভাল লাগেনা। এধরণের কিছু প্রশ্ন আমাদের ভাবিয়ে তুলে যে,এটার পেছনে অন্য কোন শক্তির হাত আছে।
আমি এখানে কোরান-হাদিসের দৃষ্টিতে নারী উন্নয়ন নীতি মালা ২০১১ যা আলেম-ওলামাদের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, বইটির লিংক দিচ্ছি। আপনারা যারা সত্বের সন্ধানী তারা অবশ্যই নীতিগুলো পড়ে কোরান,হাদিস,সংবিধানের ধারাগুলো কি তা জানবেন,আর নীতিমালা’১১ এর কোন কোন ধারা কোরান-হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক তাও জানতে পারবেন ২য় বইটির মাধ্যমে । নিজে জেনে অপর ভাইকে জানাবেন আবশ্যিকভাবে। যারা বাম মার্কা আছে তারাও যেন দেখে নেই যে,আলেম-উলামারা কি না পড়ে এই দাবি করছেন? না তারা নীতিমালা ২০১১ কে লাল কলম দিয়ে কাটতে কাটতে বিরক্ত হয়ে গেছে? বইটি পড়লেই বুঝতে পারবেন।
সত্যতা যাছাইয়ের সুবিধার্থে নারী উন্নয়ন নীতিমালা’১১ যা সরকার কতৃক প্রকাশিত তারও লিংক দিচ্ছি। আল্লাহ যেন সবাইকে ধর্মের সঠিক বুঝ দেন। (আমীন)
১। নারী উন্নয়ন নীতিমালা ২০১১
২। কোরান-হাদিসের দৃষ্টিতে নারী উন্নয়ন নীতিমালা ২০১১

এটা প্রথমে সোনারা বাংলা ব্লগে প্রকাশিত হয়েছিল।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
২৭৯ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( ভোট, গড়:০.০০)

৫ টি মন্তব্য

  1. জাযাকাল্লাহ । আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

  2. বইটি পড়েছি। যারা বলেন নারীনীতিতে কুরআন হাদীস বিরুধী কোন ধারা নেই তাদের কে উক্ত বইটি পড়ার অনুরুধ রইল। আপনাকে ধন্যবাদ (F)

  3. Assalamu alaikum,
    Vhi Apnar exam kemon hoyse. Apne ki College theky na Madrasa theky?
    Ame madrasa theky. Amar exam valo hoyse. A+ thakbe insha-Allah.

    সাজ্জাদ

    @hafes_alamin,
    আমি মাদ্রাসা থেকে। দোয়া করেন আরো বেশী কিছুর আশা করছি।