মালয়েশিয়ায় অনুগত স্ত্রীদের ক্লাব : ফাজিলদের ফাজলামী
লিখেছেন: ' sayedalihasan' @ রবিবার, জুন ২৬, ২০১১ (৮:৫১ পূর্বাহ্ণ)
মালয়েশিয়ায় চালু হয়েছে অনুগত স্ত্রীদের জন্য এক অভিনব ক্লাব। যার মূল লক্ষ্য হচ্ছে মুসলিম নারীদের পতি ভক্তির শিক্ষা দেয়। চলতি মাসে দেশটিতে একটি ভিন্ন মতাবলম্বী মুসলিম গ্রুপ ক্লাবটি চালু করে।
ক্লাব প্রসঙ্গে এর প্রতিষ্ঠাতা মনে করেন, স্ত্রীদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দেশটির অভ্যন্তরীণ সন্ত্রাস ও পতিতাবৃত্তি অনেকাংশে নিরসন করা যাবে যদি স্ত্রীরা তাদের স্বামীদের সুখী রাখতে পারে। তারা ওই সকল স্ত্রীদের প্রথম শ্রেণীর পতিতার চেয়ে ভাল হিসেবে চিহ্নিতও করেছে। কিন্তু ক্লাবটির এই নয়া উদ্যোগে বাদ সেধেছে দেশটির মানবাধিকার ও বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলো। তারা এই ক্লাবের সাথে যুক্ত নারী-পুরুষ উভয় সম্পর্কেই ব্যাপক সমালোচনা করেছে। এ প্রসঙ্গে মালয়শিয়ার নারী বিষয়ক মন্ত্রী শেহরিজাত আব্দুল জলিল বলেছেন, এই ক্লাবের সাথে যুক্তরা পৃথিবীর কাছে ইসলাম ও দেশের ইমেজ নষ্ট করেছে। এ ব্যবস্থার মাধ্যমে নারীরা তাদের স্বামীদের দাশে পরিণত হবে। তবে দেশে বিদেশে এ ক্লাব নিয়ে এত সমালোচনার পরও এর প্রতিষ্ঠাতারা ঘোষণা দিয়েছেন, তারা দক্ষিণ-পূর্ব এশিয়া থেকেও ক্লাবের নতুন সদস্য বাড়াবে।
উল্লেখ্য, এই ক্লাবের উদ্যোক্তারাই গত দুই বছর আগে ব্যাপক সমালোচিত বহুগামী পুরুষদের ক্লাব গঠন করেছিলো।