মহিলাদের হাত ,পা,চেহারা খোলা রেখে ঘর থেকে বের হওয়া হারাম।
লিখেছেন: ' sayedalihasan' @ সোমবার, জুলাই ১৮, ২০১১ (১:১২ অপরাহ্ণ)
“(হে আমার হাবিব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈমানদার নারীগণকে বলুন )তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। তবে চলাচলের কারণে অনিচ্ছা সত্বে যা প্রকাশ পায় তা ব্যতীত এবং তারা যেন তাদের মাথার ওড়না তাদের বুকের উপর ফেলে রাখে”।(সুরা নুর ৩১)
হযরত আয়েসা ছিদ্দিকা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা বলেছেন,আল্লাহ পাক প্রথম হিজরত কারি মুহাজির মহিলা গনের উপর রহম করেছেন যে যখন তাদের উপর “তারা যেন তাদের মাথার ওড়না বুকের উপর ফেলে রাখে” এই আয়াত শরীফ নাযিল হলো তখন তারা তাদের চাদর সমুহ ছিড়ে তার দ্বারা ওড়না তৈরি করে নিলেন।(তাফসিরে ইবনে কাছির,বুখারি শরীফ,তাফসিরুল মাযহারি ৬ষ্ঠ জিল ৪৯৭ পৃষ্ঠা)
একজন মহিলার আপাদমস্তক তথা সম্পুর্ণ শরীরের সামান্য অংশও বেগানা পুরুষের জন্য দেখা হারাম।
৯১ বার পঠিত
একজন মহিলার আপাদমস্তক তথা সম্পুর্ণ শরীরের সামান্য অংশও বেগানা পুরুষের জন্য দেখা হারাম।
এব্যাপারে কুরআন ও হাদীস থেকে দলীল দিলে খুশি হতাম।
ধন্যবাদ আপনাকে।