যে কোন মোবাইল ফোন থেকেই বাংলা লিখুন সহজে অভ্র ফোনেটিক পদ্ধতিতে
লিখেছেন: ' seomafia' @ শনিবার, জুন ৪, ২০১১ (৯:০৬ পূর্বাহ্ণ)
এই এপ্লিকেশান টি দিয়ে যে কোন মোবাইল ফোন থেকেই বাংলা লিখুন অভ্র ফোনেটিক পদ্ধতিতে সাথে রয়েছে ১ ক্লিকে বাংলায় ফেসবুক স্ট্যাটাস আপডেটের সুবিধা …
http://m.websolutionbd.net/
For more info And Keymap see this:
http://m.websolutionbd.net/help.php
………………………………
আর “OPERA MINI” অথবা “UC”ব্রাউজার এর “কপি পেস্ট” অপশন ব্যবহার করে মোবাইল থেকে বাংলা লিখুন যেকোন ওয়েব / ওয়াপ সাইটে…।।
………………………………

এই এপ্লিকেশান টি দিয়ে যে কোন মোবাইল ফোন থেকেই বাংলা লিখুন অভ্র ফোনেটিক পদ্ধতিতে সাথে রয়েছে ১ ক্লিকে বাংলায় ফেসবুক স্ট্যাটাস আপডেটের সুবিধা
কিভাবে যে কোন মোবাইলে বাংলা লিখবেন?
স্টেপ ১ :
http://m.websolutionbd.net/
এই এপ্প্লিকেশন এ যান…
স্টেপ ২ :
তারপর ফেসবুক পারমিশন দিতে বলবে…
দুই বার (বেসিক ইনফো এবং ওয়াল পোষ্ট) পারমিশন “এলাউ” দিতে বলবে ফেসবুক…
এলাউ করুন….
(***এই স্টেপ টি শুধুমাত্র প্রথম বার ব্যাবহার করার সময় লাগবে,”এলাউ” হয়ে গেলে পরবর্তীতে আর এই স্টেপ টা রিপিট করতে হবে না।***)
স্টেপ ৩ :
তারপর “Banglish Input Box” এ যা লিখার লিখে…
“Convert Banglish To Bangla” তে ক্লিক করে লেখা টি কে বাংলায় রুপান্তর করুন…

এই এপ্লিকেশান টি দিয়ে যে কোন মোবাইল ফোন থেকেই বাংলা লিখুন অভ্র ফোনেটিক পদ্ধতিতে সাথে রয়েছে ১ ক্লিকে বাংলায় ফেসবুক স্ট্যাটাস আপডেটের সুবিধা
রূপান্তর করা বাংলা লেখা টি “Bangla Output Box” এ চলে আসবে…
(**এখন রূপান্তরিত বাংলা লেখাটি “OPERA MINI” অথবা “UC”ব্রাউজার এর “কপি পেস্ট” অপশন ব্যবহার করে যেকোন ওয়েব / ওয়াপ সাইটে ব্যাবহার করুন…।।**)
স্টেপ ৪ :
“Bangla Output Box” এ রুপান্তরিত বাংলা মোবাইলে দেখা না ও যেতে পারে… আপনি হয়তোবা বাংলার পরিবর্তে “Bangla Output Box” এ “▯▯▯▯▯▯▯▯” এমন কিছু দেখতে পাবেন…
সেক্ষেত্রে আপনি বানান ভুল করেছেন কিনা তা বুঝতে পারবেন না ,আর তাই মোবাইলে বানান ভুল ঠিক করার জন্য ব্যাবহার করুন “Check Spelling Before Post” বাটন টি…

এই এপ্লিকেশান টি দিয়ে যে কোন মোবাইল ফোন থেকেই বাংলা লিখুন অভ্র ফোনেটিক পদ্ধতিতে সাথে রয়েছে ১ ক্লিকে বাংলায় ফেসবুক স্ট্যাটাস আপডেটের সুবিধা
“Check Spelling Before Post” বাটনে ক্লিক করলে আপনি মোবাইলে “Bangla Output Box” এ রুপান্তরিত বাংলা টি দেখতে পারবেন এবং বানানে ভুল থাকলে তা আবার শুদ্ধ করে নিতে পারবেন…
স্টেপ ৫ :
এবার “Post FB Status To Your Wall” এ ক্লিক করুন…

এই এপ্লিকেশান টি দিয়ে যে কোন মোবাইল ফোন থেকেই বাংলা লিখুন অভ্র ফোনেটিক পদ্ধতিতে সাথে রয়েছে ১ ক্লিকে বাংলায় ফেসবুক স্ট্যাটাস আপডেটের সুবিধা
ব্যাস হয়ে গেল…
ধন্যবাদ শেয়ার করার জন্য।
@মুসাফির,আপনাকেও ধন্যবাদ.।।।
এই পদ্ধতিটা আমার কাছে খুব ভাল লেগেছে এবং এর ধারাই এখন আমি মোবাইল দিয়ে বাংলায় মন্তব্য্ করি পিস ইন ইসলামে । তবে যাদের ফেইসবুক একাউন্ট নেই তারা এটা ব্যাবহার করতে পারবেনা । আশার কথা হল গুগল কোন জামেলা ছাড়াই এই সেবাটা প্রদান করে খুব সহজে । নিচে লিংকটি দেয়া হল
http://www.scriptconv.googlelabs.com/
@hafes_alamin, আপনি ব্যাবহার করেন জেনে ভালো লাগলো,
আমিও আগে গুগল এর সার্ভিস টা ইউজ করতাম কিন্তু সমস্যা হোল গুগল এর টা দিয়ে আমি সাধারন ওয়ার্ড গুলা লিখতে পারলেও একটু কমপ্লেক্স ওয়ার্ড গুলা লিখতে পারবেন না।
যেমন আমি গুগল দিয়ে চমৎকার লিখতে হয় কিভাবে জানি না.।।অন্য কঠিন ওয়ার্ড গুলার কথা তো বাদই দিলাম।
ফেসবুকের আপ্লিকেশন এডমিন প্যানেলে অনেক অপশন রয়েছে লাইক কত জন ডেইলি ইউজ করে থেকে শুরু করে কোন দেশের কত জন ইউজ করে টা দেখা যায়, আবার কোন সাইট থেকে বেশি ইউজার পাই সব আমি দেখতে পারি, এসব কিছুর জন্য ই ফেসবুকের সাথে এপ্লিকেশন টা কানেক্টেড।
আর কপি পেস্ট ছারা অয়াল পোস্ট টাও অনেকে পছন্দ করে.।।।
ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
জি আপনার লিংকের সেবাটা চমৎকার। কিন্তু ওখানে শুধু ইংলিশকে বিভিন্ন ভাষায় কনভার্ট করে বাংলায়ও। জানার বিষয় হল কনভার্টের পর তার ব্যবহার নিশ্চিত করা যায় কি ভাবে?
@Habibullah,ভাই আপনার প্রশ্ন টা বুঝি নাই।
@Habibullah, ভাই FAQ তে মোবাইলে বাংলা পড়া এবং লেখা নিয়ে সব সমস্যা/ প্রশ্নের সমাধান/উত্তর দেওয়া আছে।
দেখুন আপনার কোন কাজে লাগে কিনা।
http://m.websolutionbd.net/faq/index.php
@Habibullah,
aponAke onek dhonzobAd . jene nin kibhAbe bzAbohAr koroben,
prothome (oToo DiTekT) theke (inglish) nirbAcon korun . eropor (hindi) theke (bAnglA) nirbAcon korun. ebAr YA icchA likhun . Oke cepe (konobhArT) e (klik) korun . ebAr dekhen ghor ghor hoye geche . ekhon tir cihnoTA E ghorer upore rekhe opera brAOjAr hole 1 cApun, kopite cApun . ebAr logoin kore Yekoonoo jAygAy peST korun.
ধন্যবাদ।
@রাসেল আহমেদ, আপনাকেও ধন্যবাদ
ধন্যবাদ রাসেল আহমদ ভাই
অনেক দিন আগেই এক ভাইয়েল দাওয়াতে পিচ ইন ইসলামে রেজিট্রিশন করা হয়েছিল। বেশ কিছু দিন নিয়মিত লগইন করা হয়নি। আজকে আপনার বার্ত পেয়ে আবারো পিচ ইন ইসলামের কথা মনে পড়ে যায়। তাই চলে এলাম।
ধন্যবাদ আপনাকে।
@Habibullah, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এপ্লিকেশনের FAQ তে মোবাইলে বাংলা পড়া এবং লেখা নিয়ে সব সমস্যা/ প্রশ্নের সমাধান/উত্তর দেওয়া আছে।
দেখুন আপনাদের কোন কাজে লাগে কিনা।
http://m.websolutionbd.net/faq/index.php
ভাল একটি জিনিস শেয়ার করেছেন। যারা মোবাইলে ব্লগিং করেন কাজে আসবে।
@Habibullah, দুঃখিত্, কনভার্ট করতে ভুলে গিয়েছিলাম ।
আপনাকে অনেক ধন্যবাদ । জেনে নিন কিভাবে ব্যাবহার করবেন্,
প্রথমে (অটো ডিটেক্ট্) থেকে (ইংলিশ্) নির্বাচন করুন । এরপর (হিন্দি) থেকে (বাংলা) নির্বাচন করুন্। এবার যা ইচ্ছা লিখুন । ওকে চেপে (কনভার্ট্) এ (ক্লিক্) করুন । এবার দেখেন ঘর ঘর হয়ে গেছে । এখন তির চিহ্নটা ঐ ঘরের উপরে রেখে অপেরা ব্রাওজার হলে ১ চাপুন্, কপিতে চাপুন । এবার লগইন করে যেকোনো জায়্গায় পেষ্ট করুন্।