মৃত অন্তর এবং অন্ত:সার শূন্য দোয়া
লিখেছেন: ' Shah Shajedur Rahman' @ মঙ্গলবার, জানুয়ারি ১৮, ২০১১ (২:৫৬ অপরাহ্ণ)
লেখাটা আমি quraneralo.com থেকে পেয়েছি। লেখাটা পড়ে মনে হয়েছিল লেখক যেন লেখাটা আমার জন্য িলখেছেন। আমার ভুলগুলো চোখে আঙ্গুলদিয়ে দেখিয়ে দিয়েছে।
একদিন ইব্রাহিম ইবনে আদহাম (মৃত্য: ১৬২ হিজরী) (রাহিমাহুল্লাহ) বসরা শহরের একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। লোকজন তার পাশে সমবেত হয়ে জিজ্ঞাস করল:
হে আবু ইসহাক ! আল্লাহ সুবহানাহু তা’আলা কুরআনে বলেন: “আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দিব” কিন্তু আমরা অনেক প্রার্থনা করার পরও আমাদের দোয়া কবুল হচ্ছেনা। সে (ইব্রাহিম) বললেন, “ওহে বসরার অধিবাসী, দশটি ব্যাপারে তোমাদের অন্তর মরে গেছে।
প্রথম: তোমরা আল্লাহ সম্পর্কে অবগত কিন্তু তার প্রদত্ত কর্তব্যসমূহ পালন কর না;
দ্বিতীয়: তোমরা কুরআন পড় কিন্তু সে অনুযায়ী আমল কর না;
তৃতীয়: তোমরা দাবী কর যে রাসূলুল্লাহ -সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম কে ভালবাস কিন্তু তার সুন্নাহকে পরিত্যাগ কর;
চতুর্থ: তোমরা নিজেদেরকে শয়তানের শত্রু হিসাবে দাবী কর কিন্তু তোমরা তার পদাংক অনুসরন কর;
পঞ্চম: তোমার জান্নাতে যেতে উদগ্রীব কিন্তু তার জন্য পরিশ্রম কর না;
ষষ্ঠ: তোমরা জাহান্নামের ভয়ে আতঙ্কিত কিন্তু পাপের ম্যাধমে প্রতিনিয়ত তার নিকটবর্তী হচ্ছ;
সপ্তম: তোমরা স্বীকার কর মৃত্য অনিবার্য কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত কর না;
অষ্টম: তোমরা সর্বদা অন্যর দোষ বের করতে সচেষ্ট কিন্তু নিজের দোষ-ত্রুটির ব্যাপারে উদাসীন;
নবম: তোমারা আল্লাহ’র অনুগ্রহ উপভোগ কর কিন্তু তার জন্য শুকরিয়া আদায় কর না;
দ্বাদশ: তোমরা মৃতদেহ’র দাফন সম্পন্ন করার পর তার থেকে শিক্ষা গ্রহন কর না।
আবু নুয়াইম, হিলিইয়া আল-আউলিয়া ৮:১৫,১৬
সুন্দর লেখার জন্য ধন্যবাদ। আশা রি আরো লিখবেন ইনশাআল্লাহ।
সেই ব্যক্তিই প্রকৃত মোসলমান যে নিজের জন্য যা পছন্দ করে তা তার অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করে।-আল হাদীস।
মাশাল্লাহ , সুন্দর লেখা ।
আল্লাহ তায়ালা আমাদের কে আমল করার তৌফিক দান করুন (আমীন)। সুন্দর লেখার জন্য ধন্যবাদ। চালিয়ে যান।
জনাব, আপনার সংগ্রটি সুন্দর,আমাদের সবার মনে রাখা দরকার। আপনাকে ধন্যবাদ
Alhamdu lillah. Allah jeno sobai ke amol korar taufiq dan kory. (Amin)