কাব্য আমপারা
লিখেছেন: ' Shah Shajedur Rahman' @ বুধবার, জানুয়ারি ১৯, ২০১১ (১১:৩২ অপরাহ্ণ)
(শুরু করিলাম) লেয় নাম আল্লাহর
করুনা দয়া যার অশেষ অপার
সকলি বিশ্বের স্বামী আল্লাহর মহিমা
করূণাকৃপার যার নাই নাই সীমা।
বিচার দিনের বিভু, কেবল েতামারই
আরাধনা করি আর শক্তি ভিক্ষা করি।
সরল সহজ পথে মোদেরে চালাো
যাদেরে বিলাো দয়া সে পথ দেখাো।
অভিশপ্ত আর পথভ্রষ্ট যারা,প্রভু
তাহাদের পথে যেন চালায়োনা কভু।
এটি সুরা আল ফাতেহার অনুবাদ। কাজী নজরুল ইসলামের “কাব্য আমপারা” বই থেকে নেয়া হয়েছে। বইটিতে পুরো আমপারা সুন্দর কবিতায় ছন্দবদ্ধভাবে উপস্থাপিত। আশা করি বইচি আপনাদের ভাল লাগবে।
২৯০ বার পঠিত
আশাকরি সম্পূর্ণ কাব্য আমপারা আপনি ধীরে ধীরে এই ব্লগে দিবেন ।
জাজাকাল্লাহ ।
কিছু বানান ভুল আছে । একটু খেয়াল করে লিখবেন ।
@ম্যালকম এক্স, ভাই আমি বাংলা লেখা কিছুদিন হল শিখেছি। আমার ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আবেদন জানাচ্ছি।
ইনশাআল্লাহ ধীরে ধীরে আমি পুরো কাব্য আমপারা ব্লগে দিয়ে দিব। আর পরবর্তিতে বানান সঠিক করার ক্ষেত্রে সচেতন থাকব।
@Shah Shajedur Rahman, ধন্যবাদ । অপেক্ষায় রইলাম ।
কাজী নজরুল ইসলামের কবিতা থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। ধন্যবাদ আপনাকে, চালিয়ে যান।
@rasel ahmed, সহমত।
kobi Najrul amar prio kobi. Ami asha kori apne baki aungshatuku post korben
শাহ সাজিদুর রহমান সহ সকলকে অভিনন্দন। একই সঙ্গে কাজী নজরুল ইসলামের কবিতার প্রতিভা তরুণ-যুবক মুসলিম ভাইদের অনুপ্রেরণার কারণ হয় সেই কামনা করছি মহান প্রতিপালকের দরবারে। আল্লাহ সকলকে কবুল করুন।