লগইন রেজিস্ট্রেশন

আমাদের সবকিছু থেকেও নেই

লিখেছেন: ' Shah Shajedur Rahman' @ শুক্রবার, জানুয়ারি ২১, ২০১১ (৪:৩৭ অপরাহ্ণ)

২২ জানুয়ারি ২০১১ তে নয়া দিগন্ত পত্রিকার আন্তর্জাতিক পাতায় প্রকাশিত রিপোর্টটি দেখুন:

রুশ নারীদের পোশাকের সমালোচনায় চার্চ

রাশিয়ান নারীদের আঁটশাঁট পোশাকের সমালোচনা করেছেন সেখানকার অর্থোডক্স চার্চের একজন মুখপাত্র। এমন পোশাক পড়া নারীরা বস্ত্রহীনের মত বলে তিনি মন্তব্য করেন।
গত মঙ্গলবার ইনটারফ্যক্স সংবাদসংস্থায় প্রকাশিত এক খোলা চিঠিতে গির্জা ও সমাজের মধ্যে সম্পর্ক বিভাগের প্রধান ভিসিভোলভ চাপলিন একটি জাতীয় পোশাকনীতি প্রনয়নের আহবান জানান। তিনি লিখেছেন, লোকেরা রাস্তাকে বস্ত্রমেচান কেন্দ্র ভেবে বিভ্রান্ত হয়। যেসব নারী আবেদনময় পোশাক পড়েন তারা রুচিশীল স্বামী পায় না। যার সামান্যতম রুচিবোধ বা আত্মসম্মান আছে এমন কাউকে জীবনসঙ্গী হিসাবে পাবে না সঙের মত আধা উলঙ্গ নারীরা।তিনি অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষঠান থেকে শুরু করে পুরো রাশিয়ার জন্য একটি পোশাকনীতি প্রনয়নের আহবান জানান।
রাশিয়ার ধর্মপ্রাণ অর্থোডক্স মহিলারা লম্বা স্কার্ট, লম্বা হাতার জামা ও ওড়না পড়েন কিন্তু অন্যরা সাধারনতআঁটশাঁট পোশাক পড়েন।
খোলামেলা বক্তব্যের জন্য পরিচিত চাপলিন গত ডিসেম্বরে বলেছিলেন মিনি স্কার্ট পড়া ও মাদকসেবী নারীরা ধর্সিত হলে তারা নিজেরাই দায়ী হবে।

এ সত্য কথাগুলি(পোশাকনীতি/পর্দা প্রথা নিয়ে) যদি আমার দেশের কোন আলেমের মুখ দিয়ে বের হত, তাহলে তথাকথিত প্রগতিবাদীরা(?) আলেমের চাইতে শতগুন জোরে চিত্কার করে উঠত এ বলে যে এটা দেশকে পিছনের দিকে নিয়ে যাবার ষড়যন্ত্র। আমাদের শান্তির সব নীতিই আছে। কিন্তু আমরা সেগুলো মানিনা।

যারা জাহেলিয়াতের পুজারি, তারাও আজ তাদের অনুসারিত নীতিতে অনেক কিছুর অভাব দেখতে পাচ্ছে। আর আমাদের নিয়ম থাকা সত্তেও আমরা সেগুলো থেকে দুরে থাকি সেগুলো প্রগতিবাদ,গণতন্ত্র,পুজিবাদ আরো শত শত বাদের সাথে নিয়মটি সাংঘর্ষিক যুক্ততে।

ধিক্ এদেরকে ধিক্………………………………………………………………..

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৭৭ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( ভোট, গড়:০.০০)

৪ টি মন্তব্য

  1. এ সত্য কথাগুলি(পোশাকনীতি/পর্দা প্রথা নিয়ে) যদি আমার দেশের কোন আলেমের মুখ দিয়ে বের হত, তাহলে তথাকথিত প্রগতিবাদীরা(?) আলেমের চাইতে শতগুন জোরে চিত্কার করে উঠত এ বলে যে এটা দেশকে পিছনের দিকে নিয়ে যাবার ষড়যন্ত্র। আমাদের শান্তির সব নীতিই আছে। কিন্তু আমরা সেগুলো মানিনা।

    সহমত । সঠিক বলেছেন ।

  2. আমার দেশের কোন আলেমের মুখ দিয়ে এ ধরণের কথা বের হলে, তথাকথিত প্রগতিবাদীরা বলত ‘এরা নারী স্বাধীনতা বিরুধী’

  3. amader desher hakim abong proghatibidder a khabar-ta chukhy angul di-a dakhanor dorkar

  4. যারা জাহেলিয়াতের পুজারি, তারাও আজ তাদের অনুসারিত নীতিতে অনেক কিছুর অভাব দেখতে পাচ্ছে। আর আমাদের নিয়ম থাকা সত্তেও আমরা সেগুলো থেকে দুরে থাকি সেগুলো প্রগতিবাদ,গণতন্ত্র,পুজিবাদ আরো শত শত বাদের সাথে নিয়মটি সাংঘর্ষিক যুক্ততে।

    ধিক্ এদেরকে ধিক্………………………………………………………………..সহমত@Shah Shajedur Rahman’