সুরা অাল্ অাছর
লিখেছেন: ' Shah Shajedur Rahman' @ শনিবার, এপ্রিল ২, ২০১১ (১:৪৮ অপরাহ্ণ)
শুরূ করি শুভ নামে সেই অাল্লার
করূণা অাধার যিনি কৃপা পারাবার
অনন্ত কালের শপথ,সংশয় নাই
ক্ষতির মাঝারে রাজে মানব সবাই।
(তারা ছাড়া) ধর্মে যারা বিশ্বাস সে রাখে
অার যারা সত্ কাজ করে থাকে।
অার যারা উপদেশ দেয় সত্য তরে
ধৈর্যে সে উদ্বুদ্ধ করে পরস্পরে।
কবি “কাজী নজরূল ইসলাম” এর “কাব্য অামপারা” থেকে ……..
২০৪ বার পঠিত
অনেক অর্থপূর্ন দোআ। আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।
ধন্যবাদ আরও লেখা আশা করি।
কবি নজরুলের কাব্য আমপারা আরও আশা করি।